Barak UpdatesBreaking News

Though mischievous in childhood but he was intelligent, says mother of Ravi Kannan
রবি শৈশবে দুষ্ট থাকলেও মেধাবী ছিল, বললেন ইন্দুমতী

৩১ জানুয়ারি: ছেলের পদ্মশ্রীকে প্রত্যাশিত বলেই মন্তব্য করলেন ইন্দুমতী রঙ্গস্বামী৷ ডা. রবি কান্নানের সঙ্গে তিনি কাছাড় ক্যানসার হাসপাতালের কোয়ার্টারেই রয়েছেন৷ বললেন, আমি নিশ্চিত ছিলাম, তাঁর কাজের উপযুক্ত স্বীকৃতি মিলবে৷

জাতীয় পর্যায়ের সম্মান অবশ্য রঙ্গস্বামী পরিবারে এই প্রথম নয়৷ রবি কান্নানের বাবা ছিলেন বায়ুসেনার অফিসার৷ সামরিক দিক মর্যাদাসম্পন্ন বিশিষ্ট সেবা পদক (ভিএসএম)-এ সম্মানিত হয়েছিলেন তিনি৷ ইন্দুমতী বলেন, এও কম সম্মানের নয়৷ পদ্মশ্রীতে লাভের জায়গা হল, এখন ভাল ভাল ডাক্তাররা শিলচরে আসবেন৷ হাসপাতালের অনেক উন্নতি হবে৷

কথায় কথায় রবি কান্নানের বৃদ্ধা মা অতীতে ফিরে যান৷ শোনান, ছেলেবেলায় বেশ ‘নটি’ ছিল রবি৷ দুষ্টুমি লেগেই থাকত৷ তাই বলে পড়ায় কখনও ফাঁকি দেয়নি৷ পরীক্ষায় সবসময় ভাল ফল করত৷ বাবার বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল৷ এর দরুন বিভিন্ন জায়গায় পড়তে হয়েছে৷ তমবারম সেন্ট্রাল স্কুল থেকে দিল্লি, বেনারস ঘুরে আবার তমবারমে৷ কিন্তু ওর কোনও অসুবিধে হয়নি৷

ইন্দুমতীদেবী শোনান, তিনি সবসময় চেয়েছেন, ছেলে ডাক্তার হোক৷ ছেলেও ছোটবেলা থেকে বলছিল, মায়ের জন্যই ডাক্তার হবো৷ হলও৷ এখন অবশ্য শুধু মায়ের জন্য নয়, পদ্মশ্রী রবি কান্নান প্রতিটি মানুষের জন্য৷ এটাই পরম তৃপ্তি, বলছিলেন রত্নগর্ভা ইন্দুমতী রঙ্গস্বামী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker