NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
চিনের পিপিই কিট নিয়ে সংশয়ের কারণ নেই, বললেন হিমন্তThere is no need to panic with PPE Kits imported from China, assures Himanta
১৬ এপ্রিল: চিন থেকে আসামের পিপিই কিট কেনা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সরাসরি কেউ মুখ না খুললেও অনেকেরই জিজ্ঞাসা, আবার চিন থেকে কেন? স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এর উত্তর দেন৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে এক বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, গোটা বিশ্ব চিন থেকে কিনছে৷ ফলে তাঁর সামনে তেমন কোনও বিকল্প নেই৷ ভারতে কাজ চলছে৷ কিন্তু এখনও টেস্ট কিট তৈরি হচ্ছে না৷ তাই তাঁকে এমন সিদ্ধান্তই নিতে হয়েছে৷ তিনি বলেন,
আসাম ভারতের লাইনেই রয়েছে৷ এই সময়ে যত কিট দরকার ভারত সরকার চিন থেকেই কিনবে৷ তবে চিন থেকে এলেও সংশয়ের কারণ নেই বলেই দাবি করেন মন্ত্রী৷
বিভিন্ন প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব জানান, বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছেন যারা, তাঁদের ২৫ হাজার টাকা করে পাঠানো হচ্ছে ৷ তাদের সংখ্যা ৬০০ ছাড়িয়ে৷ সরকার এখন চিকিৎসা ছাড়া অন্যান্য কারণে গিয়ে আটকে পড়াদেরও সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে৷ হেল্পলাইনে ৪ লক্ষ সাধারণ মানুষ ফোন করেছেন৷ সরকার তাদেরও টাকা পাঠাবে৷ তবে কত টাকা, তা এ দিনও জানাননি তিনি৷
তাঁর কথায়, আগামী কিছুদিনে আসামে পজিটিভের সংখ্যা কিছুটা বাড়তে পারে৷ তবে উদ্বেগের কারণ নেই৷ কারণ তাঁরা মূলত এই সময়ে সরকারি কোয়রান্টাইনে রয়েছেন৷ নিজামফেরত পজিটিভের আত্মীয়বর্গ এবং অন্যান্য নিজামফেরত মিলিয়ে ১ হাজার ৪০০ জনকে সরকারি কোয়রান্টাইনে রাখা হয়েছে৷ এখন ১৪ দিনের মেয়াদ যাদের ফুরোবে তাদেরই লালারস টেস্ট করা হবে৷ সেখান থেকে দু-চারটি পজিটিভ আসতে পারে৷ কিন্তু কোয়রান্টাইনে থাকায় তাদের মাধ্যমে রোগ ছড়াতে পারেনি৷