Barak UpdatesBreaking News
বিধায়কের নামে ফলকই সার, দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে সিঙ্গারি গ্রামের রাস্তাটিThe road of Singari in pathetic condition, foundation stone laid but no work done
১৮ জুলাইঃ ভজন্তিপুর গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের জনগণ একসময় নিজেরাই অর্থ সংগ্রহ করে রাস্তাটি তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে চেংকুড়ি পূর্ত সড়ক থেকে ভকতপুর পূর্ত সড়ক পর্যন্ত এই রাস্তার জন্য ২০১৫-১৬ সালে এমজিএনরেগা প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল।
সে সময় এই রাস্তাটি সংস্কার কাজের সূচনা করেছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল। কিন্তু সেই ফলক লাগানোই সার, রাস্তার কাজের ব্যাপারে আর কিছুই এগোয়নি।
বৃহস্পতিবার এলাকার জনগণ অভিযোগ করেন, এ ব্যাপারে তাঁরা বিধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু বিধায়কের সময় না থাকায় তা সম্ভব হয়নি। পরে বিধায়কের প্রতিনিধির সঙ্গেও কথা বলেন। কিন্তু তিনিও পরে দেখবেন বলে এড়িয়ে গেছেন।
স্থানীয় মানুষ আরও জানান, এই লিংক রোডটি এলাকার মানুষ ও ছাত্রছাত্রীদের সুবিধার কথা চিন্তা করে নিজেরা জমি দান করে তাঁরা তৈরি করেছিলেন। কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তাটি এভাবেই পড়ে রয়েছে।