India & World UpdatesHappeningsBreaking News
কলেজ-বিশ্ববিদ্যালয়ে র্যাগিং রোধে কেন্দ্রকে বিধায়ক দাস পুরকায়স্থের চিঠি
ওয়েটুবরাক, ২২ আগস্টঃ ভারতের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন বিধায়ক দাস পুরকায়স্থ৷ তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার৷ মানবাধিকার কর্মী, সমাজদরদী মানুষ৷ নাগরিক অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক৷
কলেজ-বিদ্যালয়ের র্যাগিং ঠেকাতে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, সে পরামর্শ দিয়ে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে৷ তাঁর পরামর্শ, ব্রুচারেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের মোবাইল নম্বর উল্লেখ থাকা দরকার৷ তাহলে সিনিয়রদের কাছ থেকে যন্ত্রণা বোধ করলে তাঁরা কাউকে গোপনে তা জানাতে পারবেন৷ কথা বলার সমস্যা থাকলে হোয়াটস অ্যাপ বা সাধারণ ম্যাসেজ করতে পারবে৷
দ্বিতীয়ত, ছাত্রাবাসগুলি সেমিস্টার ভিত্তিক৷ নতুনদের পৃথক ছাত্রাবাসে থাকার ব্যবস্থা হোক৷ তাদের সিনিয়রদের সঙ্গে রাখার পুরনো পদ্ধতি পরিবর্তন করা হোক৷
তৃতীয়ত, ওয়ার্ডেনদের জন্য ছাত্রাবাসেই রুম বরাদ্দ হোক৷ তাঁদের সেখানে রাত কাটানো বাধ্যতামূলক করা বাঞ্ছনীয়৷ এ ছাড়া, ওয়ার্ডেন বাছাইয়ের ক্ষেত্রেও তাঁর অভিভাবকত্ব প্রয়োগের ক্ষমতা রয়েছে কিনা, তা খেয়াল রাখতে হবে৷