Barak UpdatesBreaking News
গুণোতসবে ১১ অক্টোবরের মূল্যায়ন স্থগিত রাখল সর্বশিক্ষা মিশন
Gunotsav: Skills evaluation of 11 October deferred till further notice

১০ অক্টোবর : গুণোতসবে নিম্ন প্রাথমিক স্তরে ১১ অক্টোবরের দক্ষতা মূল্যায়ন সাময়িক বাতিল করা হয়েছে। মঙ্গলবার সর্বশিক্ষার মিশন ডিরেক্টর অরুণা রাজোরিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির পড়া, লেখা ও অঙ্কের দক্ষতা পরীক্ষা অনিবার্য কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী দিন ও সময় আগামীতে জানিয়ে দেওয়া হবে। তবে উচ্চ প্রাথমিক স্তর অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১১ অক্টোবরের বিষয় ভিত্তিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। একই দিনে নবম শ্রেণির সব মূল্যায়ন পরীক্ষাও গ্রহণ করা হবে। এ ব্যাপারে যে সব জেলায় গুণোতসব অনুষ্ঠিত হচ্ছে, সেই জেলাগুলোর জেলাশাসকদের এক চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে।
এ দিকে কাছাড় জেলায় এক্সটার্নাল ইভালুয়েটর হিসেবে রাজ্যের চার শীর্ষ আধিকারিক রয়েছেন। তাঁরা হলেন, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব জিষ্ণু বরুয়া, এডিজিপি (প্রশাসনিক) এল আর বিষ্ণোই, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সচিব নজরুল ইসলাম এবং বন বিভাগের কনজারভেটর সলমান ঊদ্দিন চৌধুরী। এছাড়া দক্ষিণ অসমের ডিআইজি থেকে শুরু করে জেলা স্তরের শীর্ষ আধিকারিকরাও এক্সটার্নাল ইভালুয়েটরের দায়িত্ব পালএ করবেন। বরাক উপত্যকার তিন জেলা থেকে মোট ৮৯০ জন এক্সটার্নাল ইভালুয়েটরকে নিয়োগ করা হয়েছে।