Barak UpdatesBreaking News

সোশ্যাল মিডিয়া নিয়ে আশঙ্কার কথাই উঠে এল জাতীয় প্রেস দিবসে, সংবর্ধিত ৯
The apprehensions involving social media came up prominently in National Press Day programme at Silchar

১৬ নভেম্বর: প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ছাপিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া৷ মুহূর্তে খবর ছড়িয়ে পড়ছে হাতে হাতে৷ এটা সমাজের জন্য কতটা মঙ্গল, প্রশ্ন উঠেছে জাতীয় প্রেস দিবসে শিলচরে আয়োজিত অনুষ্ঠানে৷ রাজ্য পর্যায়ের কর্মসূচি এবার বরাক উপত্যকায় উদযাপন করা হয়৷ সেখানেই চর্চা হয়, সোশ্যাল মিডিয়া সাংবাদিকতার পেশাকে কতটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে৷ প্রধান বক্তা আইআইএমসির অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল কেজে সুরেশ বলেন, সোশ্যাল মিডিয়ার কোনও দায়বদ্ধতা না থাকায় এরা যা শুনল তাই হোয়াটস অ্যাপ, ফেসবুকে লিখে দেন৷ তাতে সংবাদের চেয়ে বিভ্রান্তিই বেশি হয়৷ সমাজে হিংসা ছড়ায়, উত্তেজনা বাড়ে৷

নানা সরস গল্পের সাহায্যে সুরেশ বলেন, এরা সাংবাদিকতার কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে৷ একদিকে সাংবাদিকদের বড় অংশ রিপোর্টিংয়ের জন্য ঘটনাস্থলে যাওয়া ভুলে গিয়েছেন৷ তারা সোশ্যাল মিডিয়াকে ভর করে কাজ চালিয়ে দেন৷ অন্যদিকে যারা প্রকৃতই কাজটা করতে চান, তাদের সংবাদ ছেড়ে এর গভীরকে খুঁজে বেড়াতে হয়৷

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী৷ তিনি সাংবাদিকদের কাছে গঠনমূলক, ইতিবাচক সাংবাদিকতা প্রত্যাশা করেন৷ বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এমন রাজ্য পর্যায়ের অনুষ্ঠান শিলচরে আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ধন্যবাদ জানান৷

তাঁর কথায়, সোনোয়াল যে মনেপ্রাণে বরাক-ব্রহ্মপুত্রকে এক সুতোয় বাঁধতে চান, এই অনুষ্ঠানই এর প্রমাণ৷ সাংবাদিকদের নানা অবদানের কথা ঊল্লেখ করে বিধানসভার ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর ও শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় ও বিধায়ক দিলীপকুমার পাল৷

এদিনের অনুষ্ঠানে বরাকের মোট নয়জন সাংবাদিককে সম্মান জানানো হয়৷ তাঁরা হলেন অতীন দাশ, শান্তনু ঘোষ, হবিবুর রহমান, অশোক ভট্টাচার্য, সন্তোষ মজুমদার, দেবদাস পুরকায়স্থ, পরেশ দত্ত, নীলোৎপল চৌধুরী এবং স্বদেশ বিশ্বাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker