Barak UpdatesHappeningsBreaking News

জামালউদ্দিনের দুই ছেলেরও করোনা টেস্ট হল, রিপোর্ট বাকি
Test of 2 sons of corona positive patient also done at SMCH, reports awaited

১ এপ্রিল: করোনায় আক্রান্ত জামালউদ্দিনের দুই ছেলেকেও বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ কোয়রান্টাইনে রেখে তাদের লালারস সংগ্রহ করে বুধবার পরীক্ষা করা হয়৷ জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষার রিপোর্ট জানা যাবে৷ তবে ভিন্ন সূত্রে জানা গিয়েছে, তাদের একজনের রিপোর্ট নেগেটিভ৷ অন্যজনেরটা আসা বাকি৷

সুমনবাবু বলেন, ২৯ মার্চ ওই দুই ছেলেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন৷  এখন অ্যাম্বুলেন্স চালককেও খোঁজা হচ্ছে৷ এ ছাড়া, ওই অ্যাম্বুলেন্সে পরে যে দুই রোগী চড়েছিলেন, তাদেরও সরকারি কোয়রান্টাইনে আনা হবে৷ সুমনবাবুর কথায়, জামাল উদ্দিন এই কয়দিনে যাদের সংস্পর্শে এসেছিলেন. সবাইকে খোঁজা হচ্ছে৷ বুধবার সকালে মেডিক্যালে ডাকা হয়েছে ক্যানসার হাসপাতালের চিকিৎসক, নার্স, সহায়কদের৷ তাদেরও সোমবার মেডিক্যালে কোয়রান্টাইন করা হয়৷ রাতে তিনজনেরই রিপোর্ট নেগেটিভ এলে তাদের ডিরেক্টর ডা. রবি কান্নান মেডিক্যালে গিয়ে সবাইকে নিয়ে আসেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker