Barak UpdatesHappeningsBreaking News

শিলচর পাবলিক স্কুলে দুই শিক্ষিকা পজিটিভ, উদ্বেগ
Tension mounts at Silchar Public HS School as 2 teachers test +ve

২১ নভেম্বরঃ শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে দুই শিক্ষিকার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে।  তাতে স্কুল জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  উৎকণ্ঠায় অভিভাবকরাও।

বৃহস্পতিবার আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে পাবলিক স্কুলের শিক্ষিকা সুপ্রিয়া রায়ের৷ সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। বাড়ি থেকে সেখানে পৌঁছনোমাত্র ডাক্তাররা কোভিড টেস্ট করান।  ধরা পড়ে, তিনি পজিটিভ।  সুপ্রিয়াদেবী এই সময়ে মেডিক্যালের কোভিড ব্লকে চিকিতসাধীন।  তাঁর পজিটিভের খবরে দুশ্চিন্তায় পড়েন স্কুলের সহকর্মীরা।  কমনরুমে তাঁরা সুপ্রিয়া রায়ের সঙ্গে বসেছেন, গল্পগুজব করেছেন। আশঙ্কায় শুক্রবার তাঁরা রেপিড টেস্ট করান। ধরা পড়ে কমলিকা চক্রবর্তী নামে আরেক শিক্ষিকা কোভিডে আক্রান্ত। শুধু তিনিই নন, তাঁর স্বামী-মা-বাবা সহ বাড়ির ছয়জন পজিটিভ। কমলিকা দেবীরা অবশ্য বাড়িতেই ডাক্তারের তত্ত্বাবধানে ওষুধ নিচ্ছেন।

পরপর দুই শিক্ষিকার পজিটিভ হওয়াকে ঘিরে স্কুলে ভীতির পরিবেশ কায়েম হয়েছে। অনেকের বক্তব্য, দুই শিক্ষিকা নিয়মিত ক্লাশে গিয়েছেন, পড়িয়েছেন।  ফলে ছাত্রদেরও একটা টেস্টের ব্যবস্থা করা হোক।  নইলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এ দিকে, শনিবার গোটা স্কুল স্যানিটাইজ করা হয়।  তবু ভরসা পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিকারা।  একই অবস্থা অভিভাবকদের। তাঁরা বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাতে অধ্যক্ষার প্রতি অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker