India & World UpdatesAnalyticsBreaking News
পাঠাদানে উন্নত প্রযুক্তির সাহায্য নিতে বললেন উপ-রাষ্ট্রপতি নাইডুTechnology should be used in in teaching- learning, says Vice President Naidu
১৩ এপ্রিল: লকডাউন যাতে পড়ুয়াদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রভাব ফেলতে না পারে, এরজন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। প্রমোশন, হোয়াটসআপ গ্রুপ বানিয়ে অনলাইন ক্লাস ইতিমধ্যে এসব সরকারি পদক্ষেপ দেখা গেছে। এ বারে দেশের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও এ ব্যাপারে খোঁজখবর নিলেন। তিনি শিক্ষাক্ষেত্রে তথ্য-প্রযুক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
সোমবার কয়েকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ডিরেক্টরদের সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেন উপরাষ্ট্রপতি নাইডু। লকডাউন চলাকালীন অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বলেন তিনি। ই-লার্নিং উপকরণগুলির সদ্ব্যবহার করারও আহ্বান জানান।
আইআইপি-র সভাপতি সহ তিনটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে রয়েছেন উপরাষ্ট্রপতি নাইডু। তিনি প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর কথা বলেন এবং সহযোগী শিক্ষা ও স্ব-শিক্ষা প্রচারের আহ্বান জানান।উপরাষ্ট্রপতির বক্তব্য, আজকাল প্রত্যেক শিক্ষার্থীই প্রযুক্তিগতভাবে বলীয়ান। ভালো মোবাইল, ট্যাব, ল্যাপটপ এসব রয়েছে তাদের কাছে। রোজ ব্যবহার করছে। এই সংকটের মুহূর্তে ইন্টারেক্টিভ লার্নিং নিশ্চিত করতে এসব সরঞ্জামই বেশি কাজে আসবে।
লকডাউনের সময় প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান ও নিয়মিত পড়াশোনার ওপর জোর দেন নাইডু। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ অনেক অসুবিধায় ফেলেছে ঠিকই। তবে এতে মানুষের সৃজনশীলতা বাড়ছে। শত সমস্যার সুরাহা হচ্ছে এই সৃজনশীল ভাবনার মধ্য দিয়েই। এককথায় বলতে গেলে উপায় খুঁজতে বাধ্য হচ্ছেন মানুষ। অনলাইন পড়াশোনার পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয়গুলি প্রশংসা করেন তিনি।
অনলাইন কোর্স মুখোমুখি শিক্ষার পরিপূরক হবে বলে এ দিন উল্লেখ করেন উপরাষ্ট্রপতি। স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার-দাবার, শরীরচর্চা ইত্যাদির পরামর্শ দেন। পাশাপাশি এই করোনা বিপর্যয়ের সময়ে সামাজিক কাজে এনজিও গুলোকে সহযোগিতা করার কথা বলেন। তবে সর্বাবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে জারি সরকারি নির্দেশিকা যাতে অমান্য না হয়, তা কড়া সুরেই জানিয়ে দেন উপরাষ্ট্রপতি নাইডু। উপরাষ্ট্রপতির সচিব ড. আইভিভি সুবা রাও উপস্থিত ছিলেন এদিনের ভিডিও কনফারেন্সে।