Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ ঘুরে গেল নির্বাচন কমিশনের দলTeam from Election Commission visits Karimganj
২৪ মার্চ: সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার করিমগঞ্জ জেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা করিমগঞ্জ শহরতলীর কয়েকটি পোলিং স্টেশন সহ করিমগঞ্জ কলেজে অবস্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন। কমিশনের উচ্চ পর্যায়ের ওই প্রতিনিধি দলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নীতিন খাড়েও ছিলেন৷ পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি জেলায় অবস্থানকারী কমিশনের জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার ও দুই ব্যয় পর্যবেক্ষক সহ জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে সার্কিট হাউসে এক সভায় মিলিত হন। সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেলাশাসক আনবামুথান এমপি। প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি অনুসারে ভোটপর্ব সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস প্রদান করা হয়।
প্রতিনিধি দলে আরও যারা ছিলেন আইজিপি (আইন শৃঙ্খলা) দীপক কুমার কেডিয়া, সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি এন এন বুটলিয়া, নির্বাচন কমিশনের ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। উল্লেখ্য সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে করিমগঞ্জে অবস্থানকারী জেনারেল অবজারভার পরিমল সিং, রাজীব শর্মা, কারে গৌড়া, পুলিশ পর্যবেক্ষক ডি এইচ পার্মার সহ দুই ব্যয় পর্যবেক্ষক সাজিত কুমার পি এবং দেও কুমার অংশ নেন। এর আগে বেলা ১২টায় তাঁরা হেলিকপ্টার যোগে করিমগঞ্জ পৌঁছান। পরিদর্শন শেষে হেলিকপ্টারেই ফিরে যান।