Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজে ধর্নায় শিক্ষক-অশিক্ষক কর্মীরা, অন্যত্র কালো ব্যাজ
Teaching & non-teaching staff of Cachar College sits for dharna in demand of removal of Principal

Teachers of colleges in Barak Valley wear black badges in protest against the Cachar College incident

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : কাছাড় কলেজে শিক্ষক নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ধর্না চলছে৷ কাছাড় কলেজের শিক্ষকরা কালো ব্যাজ পরে প্ল্যাকার্ড হাতে ক্ষোভ জানাচ্ছেন৷ তাতে সামিল হয়েছেন অশিক্ষক কর্মচারীরা৷ একই সঙ্গে কলেজে চলছে স্নাতক পর্যায়ের পরীক্ষা৷ শিক্ষকরা বুধবারই জানিয়ে দিয়েছিলেন, আন্দোলন চললেও পরীক্ষায় বিঘ্ন ঘটানো হবে না৷

বৃহস্পতিবার কাছাড় কলেজের প্রচুর ছাত্রছাত্রী শিক্ষক-অশিক্ষক কর্মীদের এই ধরনায় সামিল হয়৷ তারা বলে,  চারজন ছাত্রের জন্য পুরো ছাত্রসমাজ কলঙ্কিত হলো, কাছাড় কলেজের সুনাম নষ্ট হলো৷ এটা মেনে নেওয়া যায় না৷

জেলার অন্যান্য কলেজেও শিক্ষকরা বুধবারের ঘটনার প্রতিবাদে এ দিন কালো ব্যাজ পরিধান করেছেন৷ তারা শিক্ষক নিগ্রহের ঘটনার উপযুক্ত বিচার চান৷ ওই ঘটনার জন্য কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থশংকর নাথকে দায়ী করে এসিটিএ তাঁর অপসারণ দাবি করেন৷ তাঁদের অভিযোগ, অধ্যক্ষ নাথের উস্কানিতেই ছাত্ররা বুধবার এই কাণ্ড ঘটিয়েছে৷

এ দিকে, শিক্ষক ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় বরাক জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ সামাজিক মাধ্যমে দুদিন ধরে এ নিয়েই চর্চা হচ্ছে৷ অধিকাংশের আক্ষেপ, ঐতিহ্যশালী কলেজটি গত কয় বছর ধরে মানসম্মান খুইয়ে বারবার সংবাদ শিরোনাম হচ্ছে৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker