NE UpdatesHappeningsBreaking News
গগৈর স্বাস্থ্যের আরও অবনতিTarun Gogoi’s health condition worsens
২১ নভেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে৷ তাঁকে বর্তমানে গুয়াহাটি মেডিক্যাল কলেজে নন ইনটেনসিভ ভ্যান্টিলেশন (এনআইভি)সাপোর্টে রাখা হয়েছে৷ তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড ঘনঘন তাঁর শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন৷ কলেজের সুপার ডা. অভিজিৎ শর্মা জানান, গগৈর অক্সিজেন মাঝেমধ্যেই নেমে যাচ্ছে৷ প্রস্রাবের মাত্রা একেবারে কমে গিয়েছে৷ ফলে ডায়ালিসিসের প্রয়োজন হতে পারে৷ এর মধ্যে আবার রক্তচাপ খুব কম৷ সব মিলিয়ে মেডিক্যাল বোর্ড যে উদ্বেগে রয়েছে, স্পষ্ট জানান ডা. শর্মা৷