Barak UpdatesHappeningsBreaking News
৭-৮ মার্চ মুল্লাগঞ্জে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন
ওয়েটুবরাক, ৪ মার্চ: অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন এবার বরাক উপত্যকায় হচ্ছে। করিমগঞ্জ জেলার মুল্লাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ মার্চ। তাতে উপস্থিত থাকবেন নিউ ট্রেড ইউনিয়ন ইনিশিয়েটিভ-এর সাধারণ সম্পাদক গৌতম মোদি, কিষান মোর্চার সাধারণ সম্পাদক ড. আশিস মিত্তাল এবং পশ্চিমবঙ্গের শ্রমিক নেতা শৈলেন্দ্র নাথ ভট্টাচার্য।
৭ মার্চ বেলা একটায় প্রকাশ্য সভার মধ্য দিয়ে সম্মেলনের দুইদিনের কর্মসূচির সূচনা হবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২০০ জন প্রতিনিধি তাতে অংশ নেবেন বলে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধরিত্রী শর্মা ও সম্পাদক মৃণাল কান্তি সোম জানিয়েছেন।
তাঁরা বলেন, বেকারি দিনদিন বেড়ে চলেছে। দিনমজুররাও কাজ পাচ্ছেন না। বাড়ছে দুর্নীতি। সরকার রাষ্ট্রীয় সংস্থা সস্তা দরে বিক্রি করে দিচ্ছে। মানুষ অসহায়। এর ওপর করোনা গরিব মানুষগুলিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এই সব বিষয়ই গুরুত্ব পাবে কেন্দ্রীয় সম্মেলনে।
চা শ্রমিকদের দুরবস্থার কথাও তুলে ধরেন তাঁরা। বলেন, নতুন বিমানবন্দর তৈরির নামে ডলু চা বাগান ও তার ফাড়িগুলিকে ধ্বংস করা হচ্ছে। এর প্রতিবাদে তারা শীঘ্রই আন্দোলনে নামবেন বলে জানান। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা ছাড়াও মতবিনিময় করেন অরিন্দম দেব, বিশ্বজিৎ দাস, প্রদীপ নাথ, শ্যামল দাস ও ফারুক লস্কর।