India & World UpdatesHappeningsBreaking News
মানব সমাজের কল্যাণে আয়ুষ ক্ষেত্রকে শক্তিশালী করে তোলার আহ্বান সোনোয়ালের
ওয়েটুবরাক, ১১ জুন : জয়পুরের জাতীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের পরিকাঠামো শক্তিশালী করতে শনিবার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় আয়ুষ এবং বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রতিষ্ঠানে পঞ্চকর্মা ভবন, ক্যান্টিন, ওষুধ অনুসন্ধান এবং বিকাশ কেন্দ্র ও অত্যাধুনিক বিজ্ঞানাগার, যোগ কেন্দ্র, ফার্মাসি, সভাগৃহ ইত্যাদি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন হয়।
এই সব সংযোজিত হওয়ায় প্রতিষ্ঠানের গুণগত মান অধিক উন্নত করার সঙ্গে পরিকাঠামোও নতুন রূপ পাবে বলে আশা ব্যক্ত করেন আয়ুস মন্ত্রী। এদিনের সফরকালে শিক্ষার্থী, গবেষক, বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানব সমাজের কল্যাণে আয়ুষ খণ্ডকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করতে জনগণের প্রতি আহ্বান জানান।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় আয়ুর্বেদিক প্রতিষ্ঠান শিক্ষা প্রশিক্ষণ, গবেষণা, রোগীর যত্ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি এখানে স্নাতকোত্তর শিক্ষার জন্য ১৪টি বিশেষ পাঠ্যক্রম এবং এর সঙ্গে পিএইচডির জন্য নিয়মিত ফেলোশিপ কার্যসূচির ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও আন্ডারগ্রাজুয়েট পাঠ্যক্রম, আয়ুষ নার্সিং এবং ফার্মেসি ডিপ্লোমা তথা অন্যান্য বিভিন্ন প্রমাণপত্র সম্বলিত পাঠ্যক্রমও চালু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটি উপাচার্য ড. সঞ্জীব শর্মা, আয়ুষ মন্ত্রণালয়ের সচিব বৈদ্য রাজেশ কোটেশা সহ অন্যান্যরা।