India & World UpdatesHappeningsBreaking News
Take the responsibility of 1 poor family, urges PM Modi করোনা পর্বে একটি দুস্থ পরিবারের দায়িত্ব নিন, মোদির আহ্বান
৮ এপ্রিল: ‘দেশে করোনা মহামারির প্রভাব শেষ না হওয়া পর্যন্ত কমপক্ষে একটি গরিব পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিন। তবেই আমি সন্তুষ্ট থাকব।’ নিজের ওপর উত্থাপিত এক গুজবের পাল্টা দিতে গিয়ে বুধবার একথা শোনালেন প্রধানমন্ত্রী মোদি। এ সংক্রান্ত একটি টুইটও করেন তিনি। দেশজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক। তার মধ্যে ভুয়ো খবরে ভরে গেছে সামাজিক মাধ্যম। একশ্রেণির মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এধরনের খবর ছড়াচ্ছে সমাজে। এমনকী গুজবের বেড়াজাল ছেড়ে যাচ্ছে না খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
हो सकता है कि यह किसी की सदिच्छा हो, तो भी मेरा आग्रह है कि यदि सचमुच में आपके मन में इतना प्यार है और मोदी को सम्मानित ही करना है तो एक गरीब परिवार की जिम्मेदारी कम से कम तब तक उठाइए, जब तक कोरोना वायरस का संकट है। मेरे लिए इससे बड़ा सम्मान कोई हो ही नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) April 8, 2020
‘মোদিকে সম্মান জানাতে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকুন। করতালি দিন’, এরকম একটি পোস্ট ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। আর এমনই এক গুজবের বিরুদ্ধে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, এধরনের পোস্ট আগাগোড়াই একটি গুজব। আর সত্যিই যদি কারও আমার প্রতি সম্মান প্রদর্শনের ইচ্ছে থাকে, তাহলে এই বিপর্যয়ের মুহূর্তে এগিয়ে আসুন।একটি গরিব পরিবারের দায়িত্ব নিন। যতদিন করোনা সঙ্কট থাকবে, ততদিন পালন করুন এই দায়বদ্ধতা। আমার কাছে এর থেকে বড় পাওনা ও সম্মান আর কিছুই হতে পারে না।