Barak UpdatesIndia & World Updates

সিলেটিদের দুর্গাপূজা এ বার বেঙ্গালুরুতেও
Sylheti diaspora to organise Durga Puja at Bengaluru

১৯ সেপ্টেম্বরঃ প্রতিমা গড়া হচ্ছে বেঙ্গালুরুতেই। মণ্ডপ নির্মাণেও স্থানীয় শিল্পীরা। শ্রীকোদান্দারামা কল্যাণ মন্টপকে গ্রাম বাংলার রূপে ফুটিয়ে তোলার কাজ চলছে। পরিবেশবান্ধব বেদী তৈরি হচ্ছে নারকেল গাছের সবুজ-হলুদ পাতায়।

Rananuj

বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মিলনী-র এ বার প্রথমবারের পুজো হলেও সব ঠিকঠাকই এগোচ্ছে। শুধু সমস্যা দেখা দিয়েছিল পুরোহিত খুঁজতে গিয়ে। হাই-টেক সিটিতে সিলেটি পুরোহিত কোথায় পান! শেষে সিদ্ধান্ত হয়, শিলচর থেকে পুরোহিত নেওয়া হবে। কানাই চক্রবর্তীর সঙ্গে পাকা কথা হয়। তিনি দুদিন আগেই বিমানে বেঙ্গালুরুতে গিয়ে পৌঁছাবেন।

আয়োজকরা জানিয়েছেন, মহাষষ্ঠী থেকে মহানবমী প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে ধামাইল। ফাঁকে ফাঁকে রয়েছে নানা রকমের প্রতিযোগিতা। সপ্তমীর সকালে আলপনা প্রতিযোগিতা, অষ্টমীর সন্ধ্যায় ধুনুচিদের লড়াই। রয়েছে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতাও।

বেঙ্গালুরুতে বেশ কিছু দুর্গাপূজা হয়। তবু শ্রীহট্ট সম্মিলনীর দাবি, এ বার পূজোর দিনগুলিতে বাঙালিদের অন্যতম গন্তব্য হবে শ্রীকোদান্দারামা কল্যাণ মন্টপ। শুধু সিলেটিরাই নন, অন্যান্য বাঙালিরাও তাদের উতসাহ দিচ্ছেন, আর্থিক সাহায্য করছেন, জানান সভাপতি নবারুণ পুরকায়স্থ ও সম্পাদক ঋতম ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker