Barak UpdatesHappeningsBreaking News
গঠিত হল মারোয়াড়ি যুব মঞ্চ শিলচর টাইটানসSwearing in of newly formed ‘Marwari Yuva Manch Silchar Titans’ takes place
৩১ আগস্টঃ মারোয়াড়ি যুব মঞ্চের আরেক শাখা গঠিত হল শিলচরে। নাম দেওয়া হয়েছে মারোয়াড়ি যুব মঞ্চ শিলচর টাইটান । প্রতিষ্ঠাতা সভাপতি হলেন পঙ্কজ মালু।
গত রবিবার এক ভার্চুয়াল বৈঠকে নতুন শাখা গঠনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি অমিত আগরওয়াল। ধীরাজ জৈন ও বিবেক মারুতি নতুন শাখার উপসভাপতি। সম্পাদক কেতন সিঙ্গোদিয়া। যুগ্ম সম্পাদক চেতন বৈদ ও ঈশান পাটোয়া। দীপক রাঙ্কাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্যরা হলেন অমিত বরদিয়া, অমিত সান্ড, ময়াঙ্ক সুরানা, ডা. শ্রীহংস সিপানি, মহেশ যোশি, মোহিত ভোরা, পঙ্কজ শেঠিয়া, সুমিত সুরানা ও বৈভব জৈন।
শিলচর মারোয়াড়ি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদ ও পূর্বোত্তর প্রদেশীয় মারোয়াড়ি যুব মঞ্চের সভাপতি মোহিত নাহাটা ভার্চুয়াল বৈঠকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
August 31: The swearing in ceremony of the newly formed ‘Marwari Yuva Manch Silchar Titans’ took place virtually on Sunday. Pankaj Malu was sworn in as the President of the newly formed branch of Marwari Yuva Manch by the name of Silchar Titans by Amit Agarwal, President of All India Marwari Yuva Manch & the Chief Guest for the occasion.
The others who were included in the Silchar Titans are Dhiraj Jain(Vice President), Vivek Maroti,(Vice President), Ketan Singodia (Secretary), Chetan Baid – Ishan Patwa (Joint Secretary), Dipak Ranka (Treasurer), Amit Baradia, Amit Sand, Mayank Surana, Dr. Srihans Sipani, Mahesh Joshi, Mohit Bhura, Pankaj Sethia, Sumit Surana & Vaibhav Jain (Executive members) were also sworn in during the ceremony. Mulchand Baid (President, Marwari Sammelan, Silchar) & Shri Mohit Nahata (President, Purvottar Pradeshiya Marwari Yuva Manch) were the guests of honour for the occasion.
The guests encouraged the youth to work in harmony with each other & work for the betterment of the society in all possible manner. Founder President Pankaj Malu said in his statement that he is young & is thinking of doing something new but this alone is never possible without the cooperation of all & sundry and promised to deliver results for the cause of the society. He promised to live up to the expectations of all and do justice to the motto of the Manch, “Yuva Shakti, Rashtra Shakti”, which is evident from the activities of Marwari Yuva Manch nation wide. The virtual swearing-in ceremony was efficiently managed by Dhiraj Jain.