Barak UpdatesHappeningsBreaking News

Fire breaks out at Sonai NRC NSK, documents burnt, enquiry ordered
সোনাইয়ে এনআরসি সেবাকেন্দ্রে আগুন, জ্বলল নথি

২৬ ফেব্রুয়ারি: আগুনে পুড়ে গেল সোনাই বাজারের মতিনগর রোড এনআরসি সেবাকেন্দ্র৷ জ্বলে গিয়েছে সমস্ত নথিপত্র৷ মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ আচমকা এলাকাবাসী আগুন দেখতে পান৷ দমকল ছুটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাঙ্ক-আলমারি ভষ্মীভূত হয়৷ ছাইয়ে পরিণত হয় ভেতরে থাকা যাবতীয় নথি৷

Rananuj
Pic Credit: G. Ahmed

সকালে ছুটে যান বিধানসভার ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্কর, জেলাশাসক বর্ণালী শর্মা, এনআরসির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক আনিস রসুল মজুমদার, সার্কল অফিসার সুদীপ নাথ ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস৷ কী করে আগুন লাগল, বিদ্যুতের শর্ট সার্কিট নাকি কেউ লাগিয়ে দিয়েছে, ধন্দে সবাই৷

জেলাশাসক বর্ণালী শর্মা তা খুঁজে বের করতে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে৷ আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁকে৷

এ দিকে জেলাশাসক সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, এনআরসি সমস্ত নথি এখন সার্ভারে ই-ডকুমেন্ট হিসাবে রয়েছে৷ তাই আগুনে পোড়া নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই|

February 26:  The NRC NSK No.9 at Motinagar Road in Sonai Bazar was gutted in an incident of fire on Tuesday night at around 2.30. All of a sudden, local people saw flames coming out of the Seva Kendra. Fire Station was informed. Fire engines rushed to the spot but by then the cupboards and tin boxes containing NRC documents were reduced to ashes.

Pic Credit: G. Ahmed

Early in the morning, Deputy Speaker of Assam Legislative Assembly, Aminul Haque Laskar, Deputy Commissioner, Cachar Barnali Sarma, Additional Deputy Commissioner in-charge of NRC, Anees Rasul Mazumdar, Circle officer Sudeep Nath & Additional Police Super Jagadish Das visited the NSK. All are in doubt whether the fire broke out due to short circuit or it is the work of any miscreant.

DC Barnali Sharma ordered a magisterial enquiry to find out the causes leading to the incident. She entrusted Additional District Magistrate Rajib Roy to conduct the enquiry and submit the report within 15 days to the District magistrate along with his views and comments. The Deputy Commissioner, however, assured the local people not to panic as the data is also stored in digital form which can be retrieved.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker