SportsBreaking News
হার্দিক-রাহুলের সাসপেনসন আপাতত প্রত্যাহারSuspension of Hardik-Rahul temporarily withdrawn
২৪ জানুয়ারিঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের উপর থেকে সাসপেনসন আপাতত তুলে নিল। বৃহস্পতিবার বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসক কমিটি (সিওএ)। ‘কফি উইথ কর্ণ’ শোতে নারীবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে তাঁদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছিল। এ বার তদন্তের কাজ শুরু না হওয়া অবধি শাস্তি তুলে নেওয়ার দরুন এখন আর তাদের দলে নিতে বাধা রইল না।
ওই শোয়ে দুই ক্রিকেটারের বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছিল। এর পরই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয় পান্ডিয়া ও রাহুলকে। শোকজও করা হয়।
তবে সাসপেনসন আপাতত প্রত্যাহার হলেও দুই ক্রিকেটারের ওপর শাস্তির খাঁড়া ঠিক ঝুলতে থাকবে। গত সপ্তাহে সিওএ সুপ্রিম কোর্টে গিয়ে তদন্তের জন্য ওম্বাডসম্যান নিয়োগের দাবি জানিয়েছে। তা নিয়োগের আগে পর্যন্ত তদন্ত মুলতুবি থাকছে। তাই আপাতত সাসপেনসন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন সিওএ।
English text here