NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
লোকসভা ভোটে শিলচরেই লড়বেন সুস্মিতা, প্রার্থী দেবেন পুর নির্বাচনেওSushmita to fight for next Lok Sabha from Silchar; TMC also to take part in Municipal poll
ওয়েটুবরাক, ১১ অক্টোবরঃ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য কিংবা ত্রিপুরায় দলীয় ইনচার্জ হলেও লোকসভা নির্বাচনে সুস্মিতা দেব শিলচর আসনেই প্রতিদ্বন্ধিতা করবেন। মঙ্গলবার আরও একবার খোলামেলা ভাবে নিজেই এ কথা জানিয়ে দিয়েছেন।
২০২৪ সালে এই আসনে বিজেপির বিরুদ্ধে লড়াই মোটেও সহজ হবে না, তিনি তা নিজে যে ভালোই বুঝছেন, তাও নানা কথায় বুঝিয়ে দিয়েছেন। বহু যদি-কিন্তুতে জড়িয়ে রয়েছে তাঁর আগামী লোকসভা নির্বাচনে জেতা। সুস্মিতা নিজেই সে সব স্বীকার করে বলেন, শিলচর পুর করপোরেশনের ভোটে তৃণমূল প্রতিদ্বন্ধিতা করবে। প্রাক্তন কমিশনার বা গত পুর নির্বাচনের প্রার্থীরা যাঁরা এই সময়ে ঘাসফুলের পতাকাতলে রয়েছেন, তাঁদের করপোরেশন নির্বাচনে প্রার্থী করা হবে। বাকি সব আসনে নতুন মুখ আনা হবে। তাঁরা খারাপ ফল করলে লোকসভা নির্বাচনে তাঁর ভোটে প্রভাব পড়বে।
দ্বিতীয়ত, লোকসভা ভোটের আগে তিন দফায় বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেগুলির ফলাফলও তাঁর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিজেপি ভালো ফল করলে এক ধরনের ব্যাপার, খারাপ করলে আরেক ভাবে তৃণমূল প্রার্থীকে ভাবতে হবে। সুস্মিতা বলেন, ওই সব ভেবে নিয়েই তিনি লোকসভা নির্বাচনের জন্য পা বাড়িয়ে রেখেছেন। এর আগের প্রতিটি নির্বাচন তাঁর রণকৌশল স্থির করে দিয়ে যাবে।
সুস্মিতার কথায়, করপোরেশন আর পুরসভার নির্বাচনে ফারাক রয়েছে। এলাকা পুনর্বিন্যাস হয়েছে, ফলে এতদিনের শক্তিশালী প্রার্থীকেও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে এ বার। নতুন ওয়ার্ডে নতুন নতুন প্রার্থী উঠে আসবে। সুস্মিতা দেব-সজল বণিকরা প্রায় সবকটি আসনে প্রতিদ্বন্ধিতা করবে।
শুধু শহরে সাংগঠনিক কাজ করা নয়, গ্রামের মানুষদের নিয়ে সভাসমিতি করার ওপরও গুরুত্ব দিয়েছেন সুস্মিতা। সোমবারও বড়খলা গিয়েছেন, দলীয় কর্মী সহ অনেকের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, এখন এ ভাবেই বিভিন্ন এলাকায় যাবেন, মানুষদের সঙ্গে কথা বলবেন।