Barak UpdatesBreaking News

নিজের শহরে কালো পতাকা দেখলেন সুস্মিতা
Sushmita greeted with black flags in her own home town

২০ জানুয়ারিঃ নিজের শহরে সাংসদ সুস্মিতা দেবকে কালো পতাকা দেখালো একদল যুবক। তাও নিজের ডাকা জনসভার প্রবেশপথে। বাহারুল ইসলাম বড়ভুইয়ার নেতৃত্বে যুবকরা অভিযোগ জানান, সুস্মিতা দেব নাগরিকত্ব বিলকে সমর্থন করে বাংলাদেশিদের অধিকার সুনিশ্চিত করত চাইছেন।

Rananuj

গত সপ্তাহে বৃহত্তর মুসলিম ঐক্যমঞ্চ নামে নতুন এক সংগঠন মধুরবন্দে সুস্মিতার বিরুদ্ধে মুসলমান সমাবেশ করে। তাতে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া, যুব নেতা আনসারউদ্দিন বড়ভুইয়া (রিংকু) সহ বেশ কিছু কংগ্রেসি সামনের সারিতে ছিলেন। ছিলেন বিরোধী দলের প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, প্রাক্তন মন্ত্রী মিসবাহুল ইসলাম লস্কর, এআইইউডিএফ জেলা সভাপতি সামিনুল ইসলামও। তাঁদের বক্তব্য, বিল পেশের দিন অসমের চার কংগ্রেস সাংসদ লোকসভার বাইরে বিক্ষোভ দেখান। যাননি সুস্মিতা দেব।

এরই জবাবে রবিবার মধুরবন্দে জনসভার আয়োজন করে সাংসদ সুস্মিতা দেব। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, গণতন্ত্রে সকলের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। তারাও করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হচ্ছে, সেগুলি ভিত্তিহীন। তাঁর কথায়, যৌথ সংসদীয় কমিটিতে তাঁর যে অবস্থান ছিল, তাতেই তিনি অনড় রয়েছেন। ধর্মীয় পরিচিতিতে নয়, ২০১৪ সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সবাইকে নাগরিকত্ব প্রদান করা হোক। সুস্মিতার যুক্তি, যাদের ভোটে সাংসদ-বিধায়ক নির্বাচিত হচ্ছেন, তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না। আর বর্তমান চেহারায় বিলটি আইনে পরিণত হলেও যে নাগরিকত্ব নিশ্চিত নয়, সে কথারও পুনরুল্লেখ করেন শিলচরের সাংসদ। তিনি বলেন, সর্বানন্দ সোনোয়ালও সে কথা শনিবার এক সভায় বলেছেন। শুধু হিমন্ত বিশ্ব শর্মা ভাওতা দিয়ে যাচ্ছেন।

মোদিকে একহাত নিয়ে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি বলেন, বিল নয়, ১৯-র ভোট হবে মোদিনীতির পক্ষে-বিপক্ষে। মানুষ মোদিনীতিতে চরম অসহায় অবস্থায়। শনিবার কলকাতার ব্রিগেডে এর প্রমাণ মিলেছে বলে দাবি করেন সুস্মিতা দেব।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker