Barak UpdatesBreaking News
শ্রেষ্ঠ সাংসদ পুরস্কার পাচ্ছেন সুস্মিতা দেবSushmita Dev to get best parliamentarian award
২০১৪ সাল থেকে এই পাঁচ বছর মেয়াদে লোকসভায় দেশের যে সব সাংসদ বিশেষ দৃষ্টান্ত তৈরি করতে সক্ষম হয়েছেন, তাঁদেরই বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করছে দিল্লির এই সংসদ বিষয়ক ম্যাগাজিনটি। মোট ২৫জনকে বেছে নেওয়া হয়েছে। আর এই বাছাইর কাজটি করেছে এশিয়া পোস্ট নামে একটি মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান।
২৫জনের তালিকায় সকলেই পুরুষ। সুস্মিতাদেবী একমাত্র মহিলা সাংসদ। উত্তর-পূর্বাঞ্চল থেকে দুইজন এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। সুস্মিতা দেব ছাড়া তালিকায় রয়েছেন সিকিমের সাংসদ প্রেমদাস রাইও।
সুস্মিতা দেবকে প্রতিভাশালী বিভাগে শ্রেষ্ঠ বলে বেছে নেওয়া হয়েছে। প্রেমদাসকে অনুভবী ক্যাটাগরিতে। লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গেকেও তাঁরা শ্রেষ্ঠ সাংসদ হিসেবে মনোনীত করেছেন। তিনি পাচ্ছেন উতকৃষ্ট বিভাগে।
আগামী ৩১ জানুয়ারি বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের সাংসদ সহ ২৫জনকে সম্মানিত করা হবে।
The selection has been made by the prestigious organisation, named, Asia Post. She has been nominated in the category of most influential parliamentarian. 25 parliamentarians in different categories were selected for this purpose, out of which Sushmita Dev is the only female. They will be given the award on 31 December at Vigyan Bhavan, New Delhi.
Apart from Sushmita Dev, another MP from North East has been selected for the award. He is Premdas Rai, MP of Sikkim.