Barak UpdatesHappeningsBreaking News

১৫ সেপ্টেম্বরের মধ্যে কাছাড়ের প্রতি বুথে ৫০ তৃণমূল কর্মী, লক্ষ্য সুস্মিতার
Sushmita Dev leads massive membership drive of TMC in Silchar

প্রথম নির্দেশ, বাড়িতে ঘাসফুলের পতাকা লাগিয়ে হোয়াটস অ্যাপ করবেন

ওয়েটুবরাক, ২৯ আগস্টঃ করিমগঞ্জে মেডিক্যাল কলেজের জমি এতদিনেও কেন মিলছে না? মিনি সচিবালয়ের কী হল? মহাসড়ক আজও কেন পড়ে রইল? শিলচর মেডিক্যাল কলেজ আধুনিকীকরণের ডিপিআর কেন এই টেবিল, ওই টেবিল ঘুরছে? বরাক নদীর খনন কেন হল না? পাঁচগ্রাম কাগজ কল কেন পুনরায় চালু করা গেল না? এতসব প্রশ্ন থাকা সত্ত্বেও ভোটের সময় ইভিএম ভরে যায় পদ্মফুলে।

এর কারণ অনুসন্ধান করে সুস্মিতা দেব নিশ্চিত হয়েছেন, কংগ্রেস উপযুক্ত বিরোধী ভূমিকা পালন করতে পারেনি। কারণ তাঁরা ক্ষমতায় থেকে অভ্যস্ত। সেটা বড় সহজ। তাই তিনি নিজে কঠিন কাজটা বেছে নিয়েছেন। সে জন্যই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, মন্তব্য করলেন মহিলা কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব।

আজ রবিবার শিলচরের এক বিবাহ ভবনে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সদস্যভুক্তি অভিযানের সূচনা হয়। তিন শতাধিক নারী-পুরুষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। পরে সদস্যপদের জন্য আবেদন জানান। সু্স্মিতা দেব বলেন, কোভিড প্রটোকল না থাকলে এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়ো হতো। তিনি শুরুতে ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাছাড়ের প্রতি বুথে পঞ্চাশজন করে সদস্য নেওয়ার লক্ষ্য স্থির করেছেন। তাঁদেরই প্রশিক্ষণ দিয়ে ক্যাডার হিসেবে গড়ে তুলতে চান। তৃণমূল যে এখানে কংগ্রেসের মত হবে না, বরং একে বিজেপি বা সিপিএমের ধাঁচে তৈরি করতে চান তিনি, এরও ইঙ্গিত দেন সন্তোষতনয়া। জানান, তৃণমূল কংগ্রেস হবে ক্যাডার ভিত্তিক দল। কারণ তিনি দেখেছেন, ভোট ক্যাডাররাই আনেন, নেতারা নন।

এ দিন সন্তোষমোহন দেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শুরু করেন সু্স্মিতা দেব। তাঁর বক্তৃতা শেষও করেন ‘সন্তোষমোহন দেব অমর রহে’ বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker