NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
টিকিট পেলেন সুস্মিতা, রাজ্যসভায় যাওয়া সময়ের অপেক্ষা মাত্রSushmita bags ticket of Rajya Sabha: Membership a matter of time
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের রাজ্যসভার শূন্য আসনে তৃণমূল কংগ্রেস সুস্মিতা দেবকেই প্রার্থী করল৷ আজ মঙ্গলবার সরকারি ভাবে তাঁর প্রার্থিত্বের কথা ঘোষণা করেছে দল৷ বলা হয়েছে, মহিলা সবলীকরণের লক্ষ্যেই সুস্মিতাকে বেছে নিয়েছেন তাঁরা৷
মানসরঞ্জন ভুইয়া পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ায় রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেন৷ ২০২৩-র ১৮ আগস্ট পর্যন্ত তাঁর মেয়াদ থাকলেও তিনি গত ৬ মে তারিখে ইস্তফা দেন৷ ওই আসনেই ভোটগ্রহণের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ আগামী ৪ অক্টোবর ভোটগ্রহণ৷মনোনয়ন পত্র জমার শেষ দিন ২২ সেপ্টেম্বর৷ পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে৷ ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে৷
We are extremely pleased to nominate @SushmitaDevAITC to the Upper House of the Parliament.@MamataOfficial's vision to empower women and ensure their maximum participation in politics shall help our society to achieve much more!
— All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2021
রাজ্যসভার ভোট বলে ফলাফল মোটামুটি আগামই বলে দেওয়া যায়৷ সেই হিসেবে সুস্মিতা দেবের রাজ্যসভায় যাওয়া শুধু সময়ের অপেক্ষা৷