NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

Supreme Court refuses to stay implementation of CAA
নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশ মানেনি সুপ্রিম কোর্ট

২২ জানুয়ারি: নাগরিকত্ব সংশোধনী আইনে স্থগিতাদেশের আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে৷ কংগ্রেস, হর্ষ মান্দার সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন আইনটিকে অসাংবিধানিক বলে দাবি করে তা বাতিলের আর্জি জানিয়েছিল৷ ওই আর্জির প্রেক্ষিতে চূড়ান্ত রায়দানের আগে পর্যন্ত স্থগিতাদেশ জারির জন্য বুধবার শুনানির শুরুতে আবেদন জানানো হয়৷ বিচারপতিরা ওই আবেদন খারিজ করে মূল মামলার প্রেক্ষিতে কেন্দ্রের জবাব চান৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল সে জন্য ছয় সপ্তাহের সময় চান৷ শীর্ষ আদালত চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে৷

বুধবারের এই রায়দানের দরুন মামলার ফয়সলা পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই৷ কেন্দ্র যে কোনও সময় নিয়মনীতি ঘোষণা করে সংশোধিত নাগরিকত্ব আইন অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন চাইতে পারে৷ নাগরিকত্ব দিয়েও দিতে পারে৷

একই রায়ে সুপ্রিম কোর্ট এ দিন জানিয়েছে, আসাম ও ত্রিপুরার আবেদনগুলিকে আলাদা করে নেওয়া হবে৷ তবে সবই ঠিক হবে কেন্দ্রের বক্তব্য শোনার পর৷ ৫ সপ্তাহ পরে তিন সদস্যের বেঞ্চ মামলার শুনানির পরবর্তী দিনক্ষণ ও এ সংক্রান্ত বিষয়াদি ঘোষণা করবে৷ মূল মামলার শুনানি হবে ৫ সদস্যের বেঞ্চে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker