Barak UpdatesHappeningsBreaking News
সোনাইয়ে বন্যার জলে ডুবে একজনের মৃত্যু
ওয়েটুবরাক, ২ জুলাই : সোনাইয়ে বন্যার জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে l কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম আনোয়ার হোসেন৷
ডিডিএমএ জানিয়েছে, কাছাড় জেলার মোট ৫৭৪টি গ্রাম বন্যায় আক্রান্ত৷ এর মধ্যে কাটিগড়ায় ১৪৫টি, লক্ষীপুরে ৮৫টি, শিলচরে ১৫৬টি, সোনাইয়ে ১৫৪টি এবং উধারবন্দে ৩৪টি গ্রামে ১২,৩১,৯৩৮ জন বন্যায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩,২৮,৬১২ জন শিশুও রয়েছে ।শনিবারও কাটিগড়া, শিলচর, লক্ষীপুর এবং সোনাই এলাকায় ৩টি বোট দিয়ে ৫৪ জন মানুষকে উদ্ধার করা হয়েছে l।
ডিডিএমএ-র প্রতিবেদনে বলা হয়েছে, জেলার ২০১টি ত্রাণ শিবিরে মোট ২,৪২,১৫৭ জন আশ্রয় নিয়েছেন৷ জেলার ওইসব ত্রাণ শিবিরে মোট ৪৪টি মেডিকেল টিম চিকিৎসায় নিয়োজিত রয়েছে।