NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

আসাম ছেড়ে চলে গেলেন আইপিএস আনন্দ মিশ্র
Super cop Anand Mishra leaves Assam

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : আসাম পুলিশ থেকে বিদায় নিলেন এআইজিপি আনন্দ মিশ্র৷ আসাম-মেঘালয় ক্যাডারের এই আইপিএস বিহারে ডেপুটেশনে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন৷ রাজ্য সরকার ওই আবেদন মঞ্জুর করেছে৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নিজেই আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে৷

Rananuj

প্রসঙ্গত, বিভিন্ন পদে থেকে আনন্দ মিশ্র যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন৷ নগাঁওয়ের পুলিশ সুপার থাকার সময়ে মুখে মুখে তাঁর প্রশংসা ঘুরে বেড়াত৷ কিন্তু নগাঁওয়ের প্রাক্তন ছাত্রনেতা কীর্তিকমল বরাকে পুলিশ শারীরিক নিগ্রহ করলে রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ ওঠে৷ মিশ্র সে দিন ছুটিতে থাকলেও তিনি তাঁর অধস্তন অফিসারদের পক্ষ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন৷ তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তাঁকে নগাঁওয়ের পুলিশ সুপার পদ থেকে পুলিশের সদর দফতরে তুলে নিয়ে আসেন৷ পরে তাঁকে এআইজিপির দায়িত্ব দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker