Barak UpdatesHappeningsBreaking News
নারায়ণ মিত্রের সংস্পর্শে অনেকে পজিটিভ, রবিবার সর্বোচ্চ ৮৫ জন আক্রান্তSunday registers biggest one-day spike of 85 +ve cases in Cachar
১৯ জুলাই: রবিবার এ পর্যন্ত ৮৫ জনের শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হয়েছে৷ সংখ্যাটা রাতে অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে ৮৫ জনই কাছাড় জেলায় এ পর্যন্ত সর্বাধিক৷
জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়ে মৃত নারায়ণ মিত্রের সংস্পর্শে এসে অনেকে সংক্রমিত হয়েছেন৷ ফলে তাঁরা জানিগঞ্জে আরও অনেকের করোনা টেস্ট করাতে চাইছেন৷
এ দিন আসাম রাইফেলস, বিএসএফ জওয়ানদেরও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন৷ শনিবার রাতে করোনায় মৃত আসাম রাইফেলস জওয়ান এসকে ওয়াগলে-র শেষকৃত্য কোভিড বিধি মেনে সম্পন্ন হয়েছে৷ এর আগে নারায়ণ মিত্র ও মালা দত্ত মজুমদারের অন্ত্যেষ্টি ডিমা হাসাও জেলার সীমা সংলগ্ন এলাকায় করা হয়েছিল৷ ৪৬ বছর বয়সী ওয়াগলের শেষকৃত্য হয়েছে লক্ষীপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলে৷ সুমনবাবু জানান, তাঁর সংস্পর্শে আসা ১৮জনের কোভিড টেস্ট হয়েছে৷ ৭ জন পজিটিভ ধরা পড়েছেন৷ তাঁদের সূত্রে আরও অনেককে এখন টেস্ট করাতে হবে বলে সুমনবাবু জানান৷
July 19: Sunday registered biggest one-day spike of 85 positive cases in Cachar district. The number of positive cases is expected to rise later in the night. However, the slot wise particulars were not provided by the district health department.
District Media Expert Suman Choudhury informed that many persons who came in contact with deceased Narayan Mitra from Janiganj tested positive on Sunday. As a result, more swab tests will be done in Janiganj area of Silchar. Further, many from Assam Rifles were also tested positive during the day.