Barak UpdatesHappeningsBreaking News

গাগলাছড়া বাগানে লকআউট প্রত্যাহার

ওয়েটুবরাক, ২৮ ডিসেম্বর : ১৪ দিন পরে ফের হাইলাকান্দি জেলার গাগলাছড়া চা বাগানে পাতা তোলা শুরু হল৷ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে লকআউট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়৷ মালিক পক্ষ বুধবার থেকে বাগানে কাজ শুরুর ঘোষণা করেন৷ বকেয়া মজুরি-রেশন মিটিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হন৷ তবে তাদের শর্ত মেনে বর্তমান বাগান পঞ্চায়েতদের সরিয়ে দেওয়া হয়৷ সে জায়গায় বরাক চা শ্রমিক ইউনিয়ন নতুন পাঁচজন বাগান পঞ্চায়েত মনোনীত করবে৷ শ্রমিকরা বাগানের নিয়মনীতি মানছে না, যখন-তখন অনুপস্থিত থাকে, এই অভিযোগে ১৫ ডিসেম্বর লকআউট ঘোষণা করে বাগান ছেড়ে পালিয়েছিলেন বাগান মালিক অভিষেক ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের কর্ণধার একে মোরে ও ম্যানেজার কেএম ভট্টাচার্য৷ মঙ্গলবারের বৈঠকে তাঁরা দুজনই উপস্থিত ছিলেন৷ পৌরোহিত্য করেন জেলাশাসক নিসর্গ হিবারে গৌতম৷ শ্রম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বর্ণালী চাংকাকতি এবং বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিংহও উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker