Barak UpdatesBreaking News
স্বাধীনতা দিবসে শুকতারার আয়োজনে রক্ত দিলেন ২০জনSuktara organised Blood Donation Camp on I-Day
১৭ আগস্টঃ ৭৩তম স্বাধীনতা দিবসে প্রতিবছরের মতো এবারও স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে শুকতারা আর্থ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। রাঙ্গিরখাড়ি স্থিত বরাক ব্লাড ব্যাংকে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। এতে মুখ্য অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা তথা এতদঅঞ্চলের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার কুমার কান্তি দাস (লক্ষণ দাস)।
১৫ আগস্ট বেলা ১২টায় শুরু হয় এই রক্তদান শিবির। প্রথম পর্বে ডা: কুমার কান্তি দাস তার মূল্যবান বক্তব্যে রক্তদানের উপকারিতা এবং বরাক উপত্যকায় রক্তের চাহিদা ও জোগানের মধ্যে যে তফাৎ রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন। বরাক ব্লাড ব্যাংকের সঞ্চালক প্রধান প্রদীপ বণিক তার বক্তব্যে রক্তদানের উপকারিতা এবং শুকতারা আর্থসামাজিক সাংস্কৃতিক সংস্থার এই উদ্যোগের সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেন।
উপস্থিত শুকতারার সদস্য ও রক্তদাতারা ডা:লক্ষণ দাসের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন। ডা. দাস সে সবের উত্তর সহজ ভাবে বুঝিয়ে দেন। দ্বিতীয় পর্বে মোট কুড়ি জন রক্ত দান করেন। তাদের মধ্যে চারজন মহিলা রক্তদাতাও ছিলেন। সংস্থার সাধারণ সম্পাদক পরমা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে আদতে কাটিগড়া নিবাসী এবং কর্মসূত্রে বাহারিন প্রবাসী সন্দীপ সেনকে এদিনের শিবিরে রক্ত দান করতে আসার জন্য ধন্যবাদ জানান।
এদিনের শিবিরে সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শোভন দেব সহ অমিত শিকিদার, সুব্রত দেব, সুদীপ দাসগুপ্ত, মৌটুসী বিশ্বাস, ড. হিমাদ্রি শেখর দাস, দেবশ্রী দেবরায়, অমৃতা ভৌমিক, অর্ণব কুমার দাস, অনিরুদ্ধ দাশ, হিমানীশ ভট্টাচার্য, সকুল কুমার দাস প্রমুখ।