Barak UpdatesHappenings

কৃষি বিল: শিলচরে পথ অবরোধ, ধৃত ১৬

৬ ফেব্রুয়ারি: সংযুক্ত কিষাণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে আজ শনিবার শিলচরেও পথ অবরোধ কার্যসূচি পালন হয়৷ শ্রমিক ও কৃষক সংগঠনের যৌথ মঞ্চ দুপুর বারোটায় শিলচরের ট্রাঙ্ক রোডে অবরোধ গড়ে তোলে৷ সি আই টি ইউ, এ আই টি ইউ সি, এ আই ইউ টি ইউ সি, এ আই কে এস, এ আই কে কে এম এস, টি ইউ সি সি, আসাম মজুরী শ্রমিক ইউনিয়ন, এন টি ইউ আই, এ আই সি সি টি ইউ, ফোরাম ফর সোশ্যাল হারমনি, ই ডব্লিউ টি সি সি প্রমুখ সংগঠনের কর্মী ও সমর্থকদের সঙ্গে পথ অবরোধ কার্যসূচিতে মধ্যাহ্নভোজন কর্মীরাও সামিল হন। অবরোধ স্থলে সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ ও আধা সামরিক বাহিনী। দুপুর সাড়ে বারোটা নাগাদ সেখানে উপস্থিত হয়ে পুলিশকর্তারা আন্দোলনকারী নেতৃবৃন্দকে পাঁচ মিনিটের মধ্যে অবরোধ তুলে দিতে বলেন৷ আন্দোলনকারীরা তাতে গুরুত্ব না দিয়ে অবরোধ

চালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার হওয়া বামপন্থী নেতারা হলেন সমীরণ আচার্য, রফিক আহমেদ, ভবতোষ চক্রবর্তী, সুভাষ দেব, মানস দাস, হায়দার হোসেন চৌধুরী, অসীম নাথ, আনসার উল হক, মৃণাল কান্তি সোম সহ মোট ১৬ জন৷

বহু সংগঠন এই আন্দোলনে সামিল বলে দাবি করা হলেও পথ অবরোধে সামিল ছিলেন মুষ্টিমেয় কয়েকজনই৷  গ্রেফতারের সময় দেখা যায়, অনেকে নিজে থেকেই অবরোধস্থল থেকে সরে পড়েন৷ দুয়েকজন নেতা-কর্মী এমনভাবে দূরে দাঁড়িয়ে অবস্থাটা দেখছিলেন যে, তাদের সঙ্গে যেন আন্দোলনের সম্পর্ক নেই৷ এমনকি সিপিএম সম্পাদক দুলাল মিত্র এবং সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্যও গ্রেফতারি এড়াতে নীরবে সরে দাঁড়ান৷ ধৃতদের বিকালে ছেড়ে দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker