Barak UpdatesHappeningsBreaking News

Sudden change in committee, BMS leader to now go for enquiry in Assam University
বদলে গেল কমিটি, বিশ্ববিদ্যালয়ে তদন্তে যাবেন বিএমএস নেতা

১৯ জানুয়ারি: আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পিনাকপানি নাথ পুরকায়স্থের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখার জন্য শনিবার বিকালে এক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়৷ প্রথমে অধ্যাপক সুপ্রিয় চক্রবর্তীকে চেয়ারম্যান এবং অধ্যাপক এম কে সিংহ ও অধ্যাপক মধুমিতা দে সরকার সদস্য পদে  নিযুক্ত হয়েছিলেন৷ পরে তিন সদস্যের কমিটি নয়, নেওয়া হয় মোট পাঁচজনকে৷

Rananuj

পুরনো চেয়ারম্যান কমিটিতেই নেই৷ নতুন চেয়ারম্যান এম কে সিংহ৷ মেম্বার কনভেনার অনিন্দ্য শ্যাম চৌধুরী৷ আইন বিভাগের অধ্যাপক মধুমিতা দে সরকার ও শিলচর মহিলা মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ড. শঙ্কর ভট্টাচার্যের সঙ্গে সদস্য পদে রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের দক্ষিণ অসম কমিটির সভাপতি সোমেশ বিশ্বাস৷ ওই পরিচয়েই তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সে  জন্য এক্সটারনাল মেম্বার হিসাবে সোমেশবাবু ও শঙ্করবাবু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে টিএডিএ এবং সিটিং অ্যালাউন্স পাবেন বলে নতুন বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে৷

Also Read: Committee formed to end deadlock in Assam University জট খুলতে বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker