Barak UpdatesHappeningsBreaking News
২৫ শতাংশ বাসভাড়া বৃদ্ধিতে এসইউসিআই-র বিক্ষোভSUCI holds protest demonstration opposing decision of 25% increase of bus fare
২৬ অক্টোবর : বাসভাড়া ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠল এসইউসিআই (কমিউনিস্ট)। সম্প্রতি এর প্রতিবাদে দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। তাছাড়া শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দলের সদস্যরা জড়ো হয়ে ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দেন।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যের বিজেপি সরকার বাসের ভাড়া বাড়িয়ে জনগণের ঘাড়ে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে। রাজ্যের জনগণ এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হওয়ায় নাজেহাল হচ্ছেন। তারপর এই ভাড়া বৃদ্ধি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে। তিনি এই বর্দ্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহার করার জোরালো দাবি উত্থাপন করেন। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধব ঘোষ, নকুল রঞ্জন পাল, হিল্লোল ভট্টাচার্য, অঞ্জন চন্দ প্রমুখ।