Barak UpdatesHappeningsBreaking News

মেডিক্যালে চিকিৎসা পরিষেবার উন্নতি চেয়ে গেটেই ধর্না দিল এসইউসিআই
SUCI demonstrates in front of SMCH in demand of better health services

২৬ অক্টোবর : শিলচর মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবার উন্নতির দাবিতে শুক্রবার কলেজের মূল গেটের সামনে ধর্না প্রদর্শন করে এসইউসিআই। এ সময় মেডিক্যাল কলেজে নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি ইত্যাদি বিভাগ চালু করা এবং চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী, টেকনিক্যাল কর্মী নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন দমীয় কর্মীরা। ধর্না চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবার উন্নতি অত্যন্ত জরুরি। মেডিক্যালে কার্ডিওলজি বিভাগে ‘কার্ডিওলজিস্ট’ ও  ‘কার্ডিও ভাসকুলার সার্জন’ না থাকার ফলে বহু রোগীকে বাধ্য হয়ে শিলংয়ের ‘নিগ্রিমস’ বা গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য যেতে হয়। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে অনেকেই বিনা চিকিৎসায় মারা যান।

Rananuj

অপর বক্তা দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজ স্থাপনের আট বছর পর স্থাপিত পঞ্চাশ বছর পুরনো শিলচর মেডিক্যাল কলেজে আজও নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, অনকোলজি ইত্যাদি বিভাগ চালু হয়নি। অথচ গুয়াহাটি মেডিক্যাল কলেজে এই সবগুলো বিভাগ রয়েছে। সদ্য স্থাপিত যোরহাট মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগে কার্ডিও ভাসকুলার সার্জন থাকলেও শিলচরে নেই কেন এই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, আসাম সরকারের অজানা নয়, এই মেডিক্যাল কলেজে বরাক উপত্যকার তিন জেলা ছাড়াও ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের একাংশ এবং ডিমা হাসাও জেলার রোগীরাও চিকিৎসা করাতে আসেন। প্রতিদিন হাজার হাজার মানুষের চিকিৎসা হয় মেডিক্যাল কলেজে অথচ আধুনিক যন্ত্রপাতির অভাবে উন্নত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে মেডিক্যাল কর্তৃপক্ষ।

এসইউসিআই দলের অপর নেতা শ্যামদেও কুর্মী বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেন শাসক দলের নেতারা। কিন্তু তারপর কারোর ফিরে তাকানোর সময় থাকে না। তিনি অভিযোগের সুরে বলেন, মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে আসা রোগীদের সোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই করাতে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। তাই অনেকে বেশি টাকা খরচ বাইরে করাতে বাধ্য হন।

তিনি এও বলেন, আগে মেডিক্যাল কলেজে অনেক ওষুধ বিনামূল্যে দেওয়া হত, এখন ওষুধ তো দুরের কথা, সূঁচ, তূলা ইত্যাদিও কিনে দিতে হয়। কলেজের ব্লাড ব্যাঙ্ক ও রোগীদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি আজ জনসমক্ষে প্রকাশ পেয়েছে। ধর্না শেষে এসইউসিআই দলের  একটি প্রতিনিধি দল দাবি সম্বলিত একটি স্মারকপত্র  মুখ্যমন্ত্রীকে পাঠানোর জন্য অধ্যক্ষের হাতে তুলে দেয়। ধর্না চলাকালে সেখানে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য মাধব ঘোষ, নকুল রঞ্জন পাল, লক্ষীচরণ আকুড়া, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker