Barak UpdatesHappeningsBreaking News
১১-১২ গুয়াহাটিতে ছিলেন বদরপুরের আক্রান্ত, ২৯ মার্চ যান মেডিক্যালেCorona infected man was in Guwahati on 11-12 March, admitted at SMCH on 29 March
৩১ মার্চ: সারা দিন অসমবাসী উৎকণ্ঠায় ছিলেন নিজামুদ্দিন মসজিদের করোনা আক্রান্তদের নিয়ে৷ অসম থেকে চার শতাধিক মানুষ সেখানে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ এরই মধ্যেই সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ট্যুইট, ‘শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন পজিটিভ ধরা পড়েছে৷’ তাঁর বাড়ি করিমগঞ্জ জেলার বদরপুরের হাসানপুরে৷ তিনি দিল্লি থেকে ফিরলেও নিজামুদ্দিনে যাননি বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷ তবে জামা মসজিদে গিয়েছিলেন৷ প্রশ্ন উঠেছে, নিজামুদ্দিনের তবলিগিরা ওই একই সময়ে জামা মসজিদে যাননি তো? নইলে সংক্রমণটা হল কোথা থেকে?
৫২ বছরের প্রৌঢ় অনেকদিন ধরে ব্লাড ক্যানসার ও ডায়াবেটিক রোগে ভুগছেন৷ ৫ মার্চ দিল্লি গিয়েছিলেন এ নিয়েই চিকিৎসকের পরামর্শ নিতে৷ ১১ মার্চ সেখান থেকে প্রথমে গুয়াহাটিতে ফেরেন৷ ছিলেন আটগাঁওয়ে এক আত্মীয়ের বাড়িতে৷ ১৩ মার্চ আগরতলাগামী রাজধানী এক্সপ্রেসে বদরপুরে ফেরেন৷ সঙ্গে ছিলেন বদরপুরেরই এক ব্যক্তি৷ ওইদিন হাসানপুরের বাড়িতে গিয়েই অসুস্থতাবোধ করতে থাকেন৷ ১৭ মার্চ তাঁকে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ পরদিন যান কাছাড় ক্যানসার হাসপাতালে৷ সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা বললেও তিনি বাড়ি ফিরে যান৷ কিন্তু ২৯ মার্চ যন্ত্রণা সইতে না পারলে তাকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে পরীক্ষানিরীক্ষার পর করোনা ধরা পড়তেই ওইসব রিপোর্ট পুনের এনআইভিতে পাঠানো হয়৷ মঙ্গলবার তারাও পজিটিভ বলে জানায়৷
শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা এখন শিথিল৷ চিকিৎসা চলছে৷ মন্ত্রী বিশ্ব শর্মা জানান, দিল্লি থেকে ফেরার পথে তিনি কার কার সান্নিধ্যে এসেছিলেন, তালিকা তৈরি করা হয়েছে৷ সবাইকে কোয়রান্টাইন করা হবে৷ করিমগঞ্জের জেলাশাসক মঙ্গলবার তাঁদের বাড়িতে গিয়ে সবাইকে সরকারি কোয়রান্টাইনে পাঠান। তাদেরও লালারসের নমুনা পরীক্ষা হবে৷