India & World UpdatesBreaking News
পড়ুয়াদের হোস্টেল ছাড়তে নির্দেশ, ভয়ে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরাওStudents served notice to vacate hostels, tourists too are leaving Kashmir out of fear
৫ আগস্ট : সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কাশ্মীর উপত্যকায়। রাজ্যপাল সত্যপাল মালিক অহেতুক আতঙ্ক ছড়াতে বারণ করলেও শনিবার থেকেই স্কুল, কলেজ, হাসপাতালগুলো শুনশান হতে শুরু করেছে। জানা গেছে, ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি-শ্রীনগরের প্রায় সাড়ে নয়শো পড়ুয়াকে উপত্যকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, অনির্দিষ্ট কালের জন্য পঠনপাঠন স্থগিত থাকবে।
এনআইটি শ্রীনগরের ডিরেক্টর রাকেশ সেহগাল জানিয়েছেন, ‘প্রশাসন থেকেই আমাদের কাছে নির্দেশ এসেছে। আমরা নিজেরা এই সিদ্ধান্ত নিইনি। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি’। কাশ্মীরের সরকারি পলিটেকনিক কলেজের চেহারাও একই। কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করে পড়ুয়াদের অবিলম্বে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে ডেপুটি কমিশনার শাহিদ চৌধুরী জানিয়েছেন, ‘যে হারে উপত্যকায় গুজব ছড়াচ্ছে, তাতে অহেতুক আতঙ্ক বাড়ছে। সমস্ত প্রতিষ্ঠানের মাথাকেই এই সময়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি হয়নি।’
সরকারি হাসপাতালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে হাসপাতালের সমস্ত কর্মীদের জানানো হচ্ছে, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে উপত্যকা ছাড়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্ত্রাস হামলার আশঙ্কা প্রকাশ করে শুক্রবারই কার্যত নজিরবিহীন ভাবে অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে।
শুধু অমরনাথ যাত্রাই নয়, কাশ্মীরে মাছিল মাতা যাত্রাও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপাল সত্যপাল মালিক প্রশাসন। অবিলম্বে সমস্ত পর্যটককে কাশ্মীর ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ভয়-আতঙ্কে ত্রস্ত উপত্যকাবাসী। সরকারি নির্দেশিকার পরই ভূ-স্বর্গ ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। পরিস্থিতি বেগতিক হওয়ার আশঙ্কায় পেট্রোল পাম্প, মুদির দোকান থেকে এটিএম, সর্বত্রই মানুষের ভিড়। বিমান বাতিলের ভাড়া মকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি।