Barak UpdatesHappeningsBreaking News

Students-researchers lock all office rooms in administrative block of Assam University
বিশ্ববিদ্যালয়ে সব অফিসরুমে তালা ঝোলালেন ছাত্র-গবেষকরা

১৭ জানুয়ারি: আসাম বিশ্ববিদ্যালয়ের সঙ্কট তীব্রতর হল৷ গত শনিবার থেকে শুধু উপাচার্য, রেজিস্টার, জয়েন্ট রেজিস্টার ও ফিনান্স অফিসারের রুমে তালা ঝোলানো হয়েছিল৷ অন্যান্য রুমে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম যথারীতি চলছিল৷ শুক্রবার ছাত্র সংসদ ও গবেষক সংস্থা প্রশাসনিক ভবনে গিয়ে সবাইকে বের করে দিয়ে সবকটি রুমে তালা মেরে দেয়৷

উপাচার্য এতদিন শিলচরে ছিলেন না৷ বৃহস্পতিবার এলেও প্রশাসনিক ভবনের দিকে পা মাড়াননি৷ এগজিকিউটিউ কাউন্সিলের বৈঠক ছিল এ দিন৷ স্থান পরিবর্তন করে গেস্ট হাউসেই বৈঠক করেন৷

ওই বৈঠকেই ছাত্র-গবেষকদের দাবি নিয়ে চর্চা হবে এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পিনাকপাণি নাথ পুরকায়স্থের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে কমিটি গঠন করা হবে বলে আন্দোলনকারীরা আশা করছিলেন৷ কিন্তু বৈঠকে প্রসঙ্গটিই ওঠেনি৷ তাতেই আন্দোল তীব্রতর রূপ নেয়৷ বৃহস্পতিবার রাতেই গেস্ট হাউসের সামনে বিক্ষোভ দেখান ছাত্র-গবেষকরা৷ শুক্রবার বেলা ১টা নাগাদ তারা প্রশাসনিক ভবনে ঢুকে সবাইকে বের করে দিয়ে সবকটি রুমে তালা দিয়ে দেন৷

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রদোষকিরণ নাথ একদিন আইনি ব্যবস্থার হুমকি, একদিন অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে চললেও শুক্রবার সংবাদ মাধ্যমের ফোনই ধরেননি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker