Barak UpdatesHappeningsBreaking News

ফের পড়ুয়াদের আন্দোলনে অবরুদ্ধ শিলচর
Students block the streets of Silchar again in demand of online exam

৫ এপ্রিল : স্নাতক স্তরের ওড সেমিস্টারের পরীক্ষা অনলাইন করার দাবিতে পড়ুয়াদের আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শহরের ক্লাব রোড। সোমবার সকাল ১১টা থেকেই বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবির সমর্থনে ক্ষুদিরাম মূর্তির সামনে এবং সদরঘাট ও ক্যাপিটাল পয়েন্টে অবরোধ গড়ে তোলে। দাবি দাওয়া নিয়ে পড়ুয়ারা স্লোগানও দেয়। পড়ুয়ারা জানিয়ে দেয়, তাদের পরীক্ষা অফলাইন মুড থেকে পরিবর্তন করে অনলাইনে নিতে হবে।

Rananuj

এদিকে, পড়ুয়াদের এই অবরোধে সারা শহর যানজটের কবলে পড়ে। তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে যেমন ক্লাব রোডের দিকে আসা যাচ্ছে না, তেমনি সদরঘাটের দিক থেকেও শহরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। সেন্ট্রাল রোডের দিক থেকেও অফিস পাড়ায় প্রবেশে বাধা হয়ে দাড়িয়েছে পড়ুয়ারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনরত ছাত্ররা মানবিক দিক বিবেচনা করে অ্যাম্বুলেন্সকেও যেতে দেয়নি। এমনকি আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের কনভয়ও আন্দোলনকারীরা আটকে দিয়েছে। পরে অবশ্য আমিনুল পড়ুয়াদের মুখোমুখি হয়ে বলেছেন, তিনি ছাত্রদের পাশে রয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবারও একইভাবে শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে পথ অবরোধ করে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। তার পরদিন অর্থাৎ রবিবার কাছাড় জেলা প্রশাসন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন কলেজের অধ্যক্ষকে এক চিঠি পাঠিয়ে বলেছিলেন, পড়ুয়াদের এই আন্দোলনকে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরেই সীমাবদ্ধ রাখতে। কারণ ছাত্রদের দাবি দাওয়া বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষেরই সমাধান করতে হবে। ফলে এ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বা আইন শৃঙ্খলার অবনতি মোটেই কাম্য নয়। কিন্তু এ খবর লেখা পর্যন্ত কোনও শিক্ষা কর্তাকে আন্দোলনস্থলে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker