India & World UpdatesHappeningsBreaking News
সিএএ বিরোধী আন্দোলনে সমর্থন, বিশ্বভারতীর ছাত্রীকে দেশ ছাড়ার নোটিশ কেন্দ্রেরStudent of Biswa Bharati asked to leave country for supporting anti-CAA movement
২৮ ফেব্রুয়ারি : সিএএ-বিরোধী আন্দোলনে সমর্থন জানানোয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রকে নোটিশ পাঠাল কেন্দ্র সরকার। নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করে ফেসবুকে পোস্ট করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক এনআরআই ছাত্রী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশের কুস্টিয়া থেকে বিশ্বভারতীর কলাভবনে পড়তে আসা আফসারা অনিকা মিমকে। ৮ জানুয়ারি বাম ছাত্র সংগঠনগুলি ২৪ ঘণ্টা ভারত বনধের ডাক দেয়। সেই ডাকে বিশ্বভারতীর বাম সমর্থিত ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দফতরের সামনে আন্দোলন চালিয়েছিল। আন্দোলনে বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইন ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী আপসারা মিমও যোগ দেন।
আপসারা মিম বাংলাদেশ থেকে বিশ্বভারতীতে এসেছেন পড়াশোনা করতে। একজন বিদেশি হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের বিদেশমন্ত্রক তাঁকে চিঠি দিয়ে জানিয়েছে, ১৫ দিনের মধ্যে আপসারা মিম নামে ওই বাংলাদেশি ছাত্রীকে ভারত ছেড়ে চলে যেতে হবে। এ ঘটনায় বিশ্বভারতীর ছাত্ররা তাঁর পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সিপিএম নেতা মহম্মদ সেলিমের দাবি, ”কোনও দলের সদস্য হয়ে তাদের কর্মসূচিতে যোগ না-দেওয়া পর্যন্ত ভিসার শর্তভঙ্গ হয় না। আরএসএসের চাপে বিদেশ মন্ত্রক মিথ্যা অভিযোগ এনে ওই ছাত্রীকে শাস্তি দিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে।”
কংগ্রেসের আব্দুল মান্নান নির্দেশ ফেরানোর দাবি জানিয়ে বলেন, ‘ভারত গণতান্ত্রিক দেশ। মতপ্রকাশের স্বাধীনতা বিদেশি পড়ুয়াদেরও আছে।’ তবে চিঠিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, একজন বিদেশি হয়ে ভিসার যে আইন রয়েছে তা তিনি মানেননি এবং তাঁকে দেশের মধ্যে দেখা গিয়েছে একজন বিদেশি হয়ে সরকার বিরোধী আন্দোলন করতে। সেই কারণেই ওই ছাত্রীকে ভারত ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে।