India & World UpdatesHappeningsBreaking News
Student affected with coronavirus admitted in Kerala hospitalকরোনা ভাইরাসে আক্রান্ত ছাত্র হাসপাতালে
৩১ জানুয়ারি : চিন থেকে আসা এক পড়ুয়ার রক্তে এই প্রথম করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। ওই পড়ুয়াকে কেরলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছাত্রের রক্তে করোনা ভাইরাসের উপস্থিতির কথা স্বীকার করেছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। জানা গেছে, ছাত্রটি চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে দেশে আসার পরই তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়। বর্তমানে এই ছাত্রের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। চিকিতসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, চিনে এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭০০ জন। চিন সরকার জানিয়েছে, এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে ১৭০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চিনে পাঠরত ভারতীয় ছাত্ররা ভাইরাস সংক্রমণের ভয়ে ঘরবন্দি হয়ে রয়েছেন। তাদের দ্রুত দেশে ফেরত পাঠাতে ভারতীয় দূতাবাসের তরফে চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।