NE UpdatesHappeningsBreaking News
দু’মাস বন্ধ থাকার পর স্কুল খুলল মণিপুরে, উপস্থিতি নগণ্য
ইম্ফল, ৫ জুলাই ঃ অশান্ত মণিপুরে এখনও হিংসা কমেনি। প্রায় দিনই নতুন করে হিংসার খবর পাওয়া যাচ্ছে। তবে রাজ্যের কিছু কিছু এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এরই মধ্যে মণিপুর সরকার স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দু’মাস বন্ধ থাকার পর বীরেন সিং সরকার বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে স্কুল খোলার নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী এ দিন বেশিরভাগ এলাকায়ই স্কুল খুলেছে। তবে প্রথমদিন বেশিরভাগ স্কুলেই উপস্থিতির সংখ্যা একেবারে নগণ্য ছিল।
তবে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। রাজ্যের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্কুলগুলো পুনরায় খোলার পক্ষেই সওয়াল করেছেন শিক্ষক ও অভিভাবকরা। তাঁদের যুক্তি, দীর্ঘদিন ধরে পড়ুয়ারা ঘরবন্দি থাকার কারণে বন্ধু-বান্ধব ও শিক্ষকদের থেকে দূরে রয়েছে। এতে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারছে না। এর প্রেক্ষিতে সরকারের স্কুল খোলার এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন।