NE UpdatesHappenings
সার্ভিস পিস্তলে আত্মহত্যার চেষ্টা মণিপুরের এডিজিপি-র
১৮ জুলাই: নিজের সার্ভিস পিস্তল থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মণিপুরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, শনিবার বেলা ১টা নাগাদ দুই নম্বর মণিপুর রাইফেলস কমপ্লেক্সে গুলির শব্দ পেয়ে রক্ষীরা ছুটে গিয়ে দেখেন, এডিজিপি (আইন-শৃঙ্খলা) অরবিন্দ কুমার নিজের অফিসে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। হাতে সার্ভিস পিস্তল। দ্রুত তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্র জানিয়েছেন।
১৯৯২ ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস অরবিন্দ ২০১৫ সালে রাষ্ট্রপতি পদক পেয়েছেন। তিনি দিল্লিতে আইবির যুগ্ম অধিকর্তা পদেও ছিলেন। কিছুদিন আগে তিনি বিহার ক্যাডারে ফিরে যাওয়ার আবেদন করেছিলেন। কেন আত্মহত্যার চেষ্টা করলেন অরবিন্দ, তা কেউ বলতে পারছেন না। পুলিশ জানিয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মণিপুরের মুখ্যসচিব জে সুরেশ বেবি ও পুলিশ প্রধান এলএম খৌতে হাসপাতালে গিয়ে অরবিন্দ কুমারের স্বাস্থ্যের খোঁজখবর নেন। মুখ্যসচিব বেবি বলেন, তাঁর স্বাস্থ্য স্থিতিশীল হলেই তাঁকে উন্নত চিকিতসার জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে।