NE UpdatesHappeningsBreaking News
শেষ হল ত্রিপুরায় ভোটের প্রচার, বুথে যাওয়ার জন্য প্রস্তুত ভোটকর্মীরা
আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার বিকেলে শেষ হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট প্রচার। শেষ পর্বের প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দলই। এদিন বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল ও তিপ্রা মথার মনোনীত প্রার্থীরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ কেন্দ্র থেকে ভোট প্রচার সম্পন্ন করে নিয়েছেন।এখন সমস্ত রাজনৈতিক দল ভোটের দিনের জন্য প্রহর গুনছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে ১৪৪ ধারা জারি হয়ে গেছে গোটা রাজ্যে। ১৭ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে নির্দেশ নির্বাচন কমিশনের। আইন শৃখলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আধা সামরিক বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর টহল চলছে গোটা রাজ্যে। ভোটারদের পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে বলে জানায় কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান নির্বাচন কমিশন।
এ দিকে, ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত। বুধবার সকাল থেকেই ভোটকর্মীরা উমাকান্ত অ্যাকাডেমি থেকে ৮টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য ভোট সামগ্রী গ্রহণ করবেন। এজন্য মঙ্গলবার থেকেই চলেছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। ভোটকর্মীরা তাদের ভোট সামগ্রী বুঝে নেন। বুধবার সকালে শৃঙ্খলাবদ্ধভাবে তারা তাদের যাবতীয় ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন। সদর মহকুমার আটটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি কেন্দ্রেই দুটি করে মহিলা বুথ রয়েছে। পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মহিলা ভোটকর্মীরা আগামীকাল সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন এক আধিকারিক। রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্র এলাকাতেও ভোটের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।