India & World UpdatesBreaking News
ব্যাঙের ডিভোর্স দিয়ে এ বার বৃষ্টি কমানোর আজব অনুষ্ঠান!Strange occasion of divorce of frogs celebrated for hope of rainfall!
১৪ সেপ্টেম্বর : বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেওয়া বহুল প্রচলিত রীতি। ভারতীয় হিন্দুদের একাংশের বিশ্বাস, ব্যাঙের বিয়ে হলে দেবরাজ ইন্দ্র তুষ্ট হন। ধরাধামে নেমে আসে বৃষ্টি! সেই রীতি মেনেই মাস দুয়েক আগে ঘটা করে বিয়ে দেওয়া হয়েছিল দুটি ব্যাঙের। উদ্দেশ্য যাতে বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছেও, তবে অতিবৃষ্টি! রীতিমতো বন্যা হওয়ার পরিস্থিতি! কাজেই, বৃষ্টি থামাতে সবেমাত্র দু’মাসের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটানো হল! ডিভোর্স দেওয়া হল দুই ব্যাঙের মধ্যে!
আজব ও উদ্ভট ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। আর এই বিধান দিয়েছেন স্থানীয় ধর্মগুরুরাই। মাস দুয়েক আগে ভোপালে বৃষ্টির অভাবে খরা দেখা দেয়। তখন রীতিমতো সামাজিক নিয়ম মেনে, মন্দিরে নিয়ে গিয়ে লোক খাইয়ে ঘটা করে বিয়ে দেওয়া হয় দুটি ব্যাঙের। ভোপালের আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছর স্বাভাবিকের তুলনায় ২৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ১৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের বৃষ্টি। ভারী বর্ষণের পর ভোপালের নিচু এলাকাগুলো ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। এই অতিবর্ষণের জেরে বিপত্তিতে ভোপালবাসী।
বাসিন্দাদের ধারণা, ব্যাঙের বিয়ে দেওয়ার জন্যই এই পরিস্থিতি! কাজেই তাদের বিচ্ছেদ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঙ দুটিকে ফের মন্দিরে এনে মন্ত্রপাঠ করে ‘ডিভোর্স’ করানো হয়! ভোপালে এক অনুষ্ঠানে রীতিমতো মন্ত্র পড়ে ব্যাঙ দুটির ডিভোর্স করানো হয়। যে সংগঠন ব্যাঙের বিয়ে ও ডিভোর্স দুই দিয়ে বৃষ্টির আনা ও থামানোর জন্য পুজো করেছে, তাদের দাবি, এ বার ভোপালে বৃষ্টি কমবে।