NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হাইকোর্টে সময় চাইলেন বিধায়ক সাজু, পরবর্তী শুনানি ২৪ আগস্ট
ওয়েটুবরাক, ৪ আগস্ট : মনোনয়ন পত্র জমার সময় শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দিয়ে হলফনামা জমার অভিযোগ এনে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের মামলায় বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া আজ বুধবার গৌহাটি হাইকোর্টে হাজির না হয়ে সময় চেয়ে নিয়েছেন৷ আদালত তাঁকে আজই সশরীরে উপস্থিত হয়ে শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে নির্দেশ দিয়েছিল৷
সোনাইয়ের নতুন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়ার আইনজীবী কেপি পাঠকের মাধ্যমে আজ পিটিশন দিয়ে জানান, বিধানসভার অধিবেশন চলছে৷ এই অবস্থায় তাঁর বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না৷ তিনি নথি দেখানোর জন্য চার সপ্তাহ সময় চেয়েছিলেন বিচারপতির কাছে৷ আইনজীবী পাঠক জানান, তিনিও ২১ আগস্ট পর্যন্ত ব্যস্ত রয়েছেন৷ আদালত শেষে ২৪ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে৷ আমিনুল হকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তিন আইনজীবী দিলীপ মজুমদার, নিলয় দত্ত এবং আব্দুল রজ্জাক বড়ভুইয়া৷