Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
State govt to give Rs.1000 to the poor during the lockdown period!লকডাউন পিরিয়ডে দুস্থদের ১ হাজার টাকা করে দেবে সরকার!
২৪ মার্চ: লকডাউন পিরিয়ডে দুস্থদের যাতে উপোষ করে দিন কাটাতে না হয়, এ নিয়ে সরকার চিন্তাভাবনা করছে৷ অর্থ, স্বাস্থ্য, পূর্ত মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ইঙ্গিত দেন, তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে দেওয়া হবে৷ এত মানুষের অ্যাকাউন্ট নম্বর কোথায় পাবেন, দুস্থরাই যে টাকাটা পাচ্ছে, তা কী করে নিশ্চিত হবেন? হিমন্ত জানান, উজালা গ্যাস যারা পান, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সরকারের কাছে রয়েছে৷ এ ছাড়া, নির্মাণ শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ আছে বাগান শ্রমিকদের অ্যাকাউন্ট৷ তাঁর অনুমান, এতে ৪০ লক্ষ দুস্থ পরিবার উপকৃত হবেন৷
We will ensure that people continue to get essential supply.We will stand by our daily wage earners and tea garden workers. Pl do not panic and observe 21 days lock down as requested by our Honble PM @narendramodi for our own safety and for our future.
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 24, 2020
Well done, that’s a positive steps, off course it will help to some extent