NE UpdatesAnalyticsBreaking News
পাথারকান্দি কলেজ সহ রাজ্যের ১৬টি কলেজে নতুন বিজ্ঞান শাখাState Govt approves to open Science stream in 16 colleges of Assam
২ আগস্ট : আসামের ১৬টি কলেজে নতুন করে বিজ্ঞান শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই তালিকায় বরাক উপত্যকার একমাত্র কলেজ হিসেবে পাথারকান্দি কলেজের নাম রয়েছে। বাকি ১৫টি কলেজ হচ্ছে বঙ্গাইগাঁও-এর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজ, তিনসুকিয়ার সদিয়া কলেজ, শোণিতপুরের রঙ্গাপাড়া কলেজ, নলবাড়ির বরক্ষেত্রী কলেজ, নগাঁও-এর নগাঁও কলেজ, মাজুলির জেঙাইমুখ কলেজ, ডিমা হাসাওয়ের মাইবং কলেজ, কার্বিআংলঙের পূর্ব কার্বিআংলং কলেজ, বরপেটার জিএলসি কলেজ, বিশ্বনাথের বিহালি কলেজ, ধেমাজির শিলাপথার কলেজ, ডিব্রুগড়ের ডিডিআর কলেজ, গোলাঘাটের জয়া কলেজ, গুয়াহাটির এসবি দেওরা কলেজ ও হাজোর সুরেন্দ্রস কলেজ।
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ ব্যাপারে জানান, ১৬টি কলেজের জন্য নতুন করে ২৪০টি শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া আরও ৮০টি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীর পদও রয়েছে। সব মিলিয়ে ৩২০টি নতুন পদের কথা এ দিন জানিয়েছেন মন্ত্রী হিমন্ত। তিনি জানান, কলেজগুলোকে বলে দেওয়া হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে যেন এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে। সেইসঙ্গে কলেজ পরিচালন সমিতিকে আগামী ৪৫ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।