BusinessBreaking News
বছরের প্রথম দিন থেকেই গৃহঋণে সুদ কমাচ্ছে স্টেট ব্যাঙ্কState Bank to reduce interest in house building loan from 1 January
৩১ ডিসেম্বর : ২০২০ সালের প্রথম দিন থেকেই গৃহঋণে সুদ কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গৃহঋণে সুদ কমানোর কথা এসবিআই আগেই ঘোষণা করেছিল। এ বার তা কার্যকর হতে চলেছে। এখন ৮.১৫ শতাংশ হারে গৃহঋণ দেয় এসবিআই। নতুন বছরে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে হবে ৭.৯ শতাংশ। অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭.৯৫ শতাংশ।
এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সুদের হার (রেপো রেট) কমিয়েছে মোট ৫ বার। তার ফলেই গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণের উপর এসবিআই সুদের হার কমাতে পারল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্টেট ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, মার্জিনাল কস্ট অব ফান্ডস বেসড লেন্ডিং রেট (এমসিএলআর) ১০ বিপিএস কমানোর ফলে গৃহঋণের সুদ কম হচ্ছে।