Barak UpdatesHappeningsBreaking News
মানবদরদী জিবেশ পাল স্মরণে, লিখেছেন আশিস ভৌমিক
//আশিস ভৌমিক//
মৃত্যু বড় নির্মম সত্য। সেই সত্যকে সামনে রেখেই কয়েকটা কথা বলতে চাইছি। এখানে যার কথা বলতে যাচ্ছি, সে তথাকথিত কোনও বিখ্যাত বা বিশিষ্ট ব্যক্তি নয়। কিন্তু এই সমাজের অতি পরিচিত নিঃস্বার্থ মানুষ। এ একজন অবিখ্যাত, ছোট কলেবরের, এক বিশাল মননের অধিকারী এবং অকৃপণ হৃদয়ের এক মানবদরদী মানুষ৷
নাম জিবেশ পাল (লেবু)। অকৃতদার হয়েই জীবনের সায়াহ্নে কনকপুরস্থিত পল্লীশ্রী লেনে পরিবারের সবাইকে নিয়ে বাস ছিল। সংসারের চাপে ও যখন মেডিক্যাল স্টোর্সে কাজ করছিল, জীবনযুদ্ধে নিজেকে পুরো সঁপে দিয়েছিল, আমরা তখন পড়াশোনা-খেলাধূলা-নাটক করে দিন অতিবাহিত করছিলাম। দক্ষিণ শিলচর এলাকায় খুব কম লোক আছেন, যারা লেবুর সান্নিধ্য লাভ করেননি। আমাদের প্রত্যেকের বাড়ির অসুখ-বিসুখে রাত নেই, দিন নেই সামনে এসে ত্রাতার ভূমিকায় উপস্থিত হতো আমাদের অতি প্রিয় পরিচিতজন লেবু।
আমাদের বাবা-মা থেকে সন্তানসন্ততি পর্যন্ত এই মানুষটির পরিষেবা লাভ করেছে। কত কত ঘটনা আজ চোখের সামনে ভেসে আসছে। বিজয়, প্রদীপ, বাবু, রথু, গৌরা, রাম, শম্ভু, বিমল, বুদ্ধ কতজনের নাম বলব, যারাই তাঁর আকস্মিক মৃত্যুসংবাদ পেয়েছে, তারাই অনুশোচনায় দগ্ধ হচ্ছে, শেষবারের মত দেখা না হওয়ার জন্য। যে মানুষটি নিরলস অকৃত্রিম দরদ দিয়ে সবাইকে পরিষেবা দিয়ে গেল, সে কিনা ঘরের কিংবা বাইরের কাউকেই কিছু করার সুযোগ না দিয়ে গত ৬ আগস্ট চলে গেল এক অজানা দেশে।
জীবনের এই ক্ষণটাই বোধ হয় চিরসত্য। তাই তাঁর পরিবারের এই দুঃসময়ে আমরাও সাক্ষ্য হয়ে ঈশ্বরের নিকট তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।