Barak UpdatesBreaking News
সর্বশিক্ষা এখন হচ্ছে সমগ্র শিক্ষা, শিলচরেও বৈঠকSSA & RMSA to combine & start Samagra Siksha Abhijan
৭ ফেব্রুয়ারিঃ সর্বশক্ষা ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানকে একত্র করে শুরু হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। অসমে ২০৩০ সালকে টার্গেট করে নানা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ওই সব পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য এখন চলছে ব্লকে ব্লকে বৈঠক। শিলচর শহরেও এই বৈঠক হয় বুধ ও বৃহস্পতিবার। তাতে ডাকা হয়েছিল স্কুল পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক তথা স্কুলপ্রধান এবং অন্য ৩ সদস্যকে।
শিলচর সরকারি বালিকা ও বহুমুখি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন গণেশ সিংহ, দিলীপ পুরকায়স্থ ও দেবাঞ্জন মুখোপাধ্যায়। বক্তব্য রাখেন স্কুল পরিদর্শক সাবিনা ইয়াসমিন আরা রহমান, উপ-পরিদর্শক নুরুল হক মাঝারভুইয়া ও ব্লক রিসোর্সপার্সন নবারুন চক্রবর্তী।
তাঁরা একদিকে যেমন স্কুল পরিচালন সমিতির বিভিন্ন ব্যাপারে আলোচনা করেন, তেমনি বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা, স্বচ্ছতা ইত্যাদি নিয়েও প্রশিক্ষণ দেন। ছাত্রছাত্রীদের শৈক্ষিক উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কার্যসূচি নিয়েও চর্চা হয়। এ ছাড়া, বিদ্যালয়ের বার্ষিক অনুদানের ব্যবহার, সামগ্রী ক্রয় এবং হিসাবরক্ষাও ছিল আলোচ্যসূচিতে।
বৃহস্পতিবার প্রশিক্ষার্থী তথা পরিচালন সমিতির প্রতিনিধিবৃন্দও নিজেদের মতামত প্রকাশ করেন।
English text here